কলকাতা: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Corona) গ্রাফ। গতকাল ২০০-র কোটায় থাকলেও আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৩ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (Covd 19) সংখ্যা বেড়ে হল ২১,০৫,৫৩৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ২৭২ জন।


পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০, ৮০, ৭০৬ জন। উল্লেখ্য এই সময়পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। গতকাল যেই সংখ্যাটা ছিল ১। অর্থাৎ আজ মৃত্যুর সংখ্যাও বেড়েছে।



দেশের করোনা সংক্রমণ: দেশে করোনায় (India Corona) বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৪৯ জন।


গতকাল ওই সংখ্যা ছিল ৮ হাজার ৫৮৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। গতকাল ওই সংখ্যা ছিল ৪৮। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৪৫২ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ৬৮ হাজার ১৯৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লক্ষ ৫৭ হাজার ৫৪১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ কোটি ৭৫ লক্ষ ৬৩ হাজার ৯৭০।


রাজ্যে ডেঙ্গি উদ্বেগ : হাওড়ায় জমা জলে ডেঙ্গি আতঙ্ক। উনশানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভিতর, জমে থাকা জলে কিলবিল করছে মশার লার্ভা। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা, থেকে স্বাস্থ্যকর্মীরা। চলতি বছরে, এখনও পর্যন্ত হাওড়া পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২০৮ জন। ডেঙ্গিতে প্রাণ গেছে ২২ বছরের তরতাজা যুবকের। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, যেসব জেলায় ডেঙ্গি-পরিস্থিতি ভয়াবহ, সেই তালিকায় ওপর দিকেই নাম রয়েছে হাওড়ার।


আরও পড়ুন: Calcutta medical college: অ্যালার্জির চিকিত্‍সা করাতে এসে মৃত্যু, কলকাতা মেডিক্যালে গাফিলতির অভিযোগ