কলকাতা: দীর্ঘ দু-বছর, মহামারীর (Pandemic) প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে রাজ্য় (West Bengal)। গতবছর এই সময়েই দেশ তথা রাজ্য়ে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। এখন যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ১৪ মার্চ প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৩৫ জন। সবমিলিয়ে রাজ্য়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২০,১৬,৪৭৩ জন। এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১,১৮৮ জন। 


গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেব ১২১ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ১৯,৯৩,৯২০ জন। আজকের সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ। 


 



এদিকে দেশের কোভিড-গ্রাফে স্বস্তি। দৈনিক মৃত্যুর সংখ্যা নামল তিরিশের নীচে। তিনহাজারের নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১১৬।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।


গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৪৯৪। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৪১ হাজার ৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৫ কোটি ৬৯ লক্ষ ৮ হাজার ৭৬৭।