কলকাতা: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (WB COVID-19), একদিনে সাড়ে তিনশো পার। রাজ্য় স্বাস্থ্য দফতর (Department of Health & Family Welfare, West Bengal) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। ৩৬২ জন। মৃত হয়েছে ১ জনের। চার দিন পর রাজ্যে ফের করোনায় মৃত্যু হল রোগীর। চলতি জুনে ১৯ দিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৫১২ জন। গত মাসে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,১৪৫। 


 






ওমিক্রনের নতুন প্রজাতির সন্ধান: গতকাল রাজ্যে একদিনে করোনায় (Corona) ২৮৮ জন আক্রান্ত হয়েছিলেন। ২৮৮ জন সংক্রমিতের মধ্যে ১০৮ জনই কলকাতার (Kolkata)। ২৮৮ জন সংক্রমিতের মধ্যে ৬৮ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ২৫ জন করোনা আক্রান্ত। তবে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা শূন্য। এদিকে বাংলায় ওমিক্রনের (Omicron) নতুন প্রজাতির সন্ধান। একজনের নমুনায় ওমিক্রনের নতুন প্রজাতির সন্ধান মিলেছে বলে খবর। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এনিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 


রাজ্যের করোনা আপডেট: রাজ্যে স্বাস্থ্য দফতরের (Department of Health & Family Welfare, West Bengal) শনিবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২১ হাজার ৫৫৫। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২০৭। মৃত্যু হার ১.০৫ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট (Positivity Rate) ২.৪২ শতাংশ। 


দেশেরও বাড়ছে উদ্বেগ: দেশে (India Corona) ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, তা আটকে রইল ১৩ হাজারের গণ্ডিতে। কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ২১৬।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৩।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৫৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৯৬ হাজার ৬৯২। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭২ হাজার ৪৭৪। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ১৮ হাজার ৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৮৬ লক্ষ ৬৪ হাজার ৭৬২।


আরও পড়ুন: Polio Vaccine: ফের শুরু পোলিও টিকাকরণ, কোন কোন রাজ্যে টিকা শিবির?