কলকাতা: আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023)। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনও রকম বৈদ্যুতিন যন্ত্র আটকাতে সংসদের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। কয়েকটি পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর, কোনও কোনও পরীক্ষাকেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা: মাধ্যমিক শেষ, এবার পালা উচ্চমাধ্যমিকের। আগামী ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত। উচ্চমাধ্যমিকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে এই সংখ্যা বেড়েছে ১ লক্ষেরও বেশি। মোবাইল বা কোনও রকম যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও পরীক্ষার্থী ঢুকে পড়তে না পারে, তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।                                    


কোন কোন নিয়ম মানতেই হবে? 


সংসদ সূত্রে খবর, এবার পরীক্ষা নেওয়া হবে মোট ২ হাজার ৩৪৯টি কেন্দ্রে। যার মধ্যে বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্পর্শকাতর কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। এবং অতি স্পর্শকাতর কেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। ঢোকার সময় ২ দফায় চেকিং করা করা হবে পরীক্ষার্থীদের। সংসদ সূত্রে খবর, পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পরীক্ষার্থী শৌচালয়ে যেতে পারবে না। বারোটা ৪৫-এর আগে পরীক্ষা কেন্দ্র ছেড়ে বেরনো যাবে না। প্রশ্নপত্রের পাশাপাশি, এবার উত্তরপত্রেও কিছু বদল থাকছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি।                                                               

হেল্পলাইন নম্বর চালু: পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। খোলা হয়েছে হেল্পলাইন। সেন্ট্রাল হেল্প ডেস্কের নম্বর 03323370792। সেন্ট্রাল কন্ট্রোল রুমের নম্বরগুলি হল 03323374984, 85, 86, 87। সংসদ  সভাপতির সঙ্গে যোগাযোগ করা যাবে c.bhatta@gmail.com ই-মেল আইডিতে। উচ্চমাধ্যমিক শুরুর দিন থেকেই শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা। চলবে দুপুর ২ টো থেকে ৫টা ১৫ পর্যন্ত।                     


আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতিতে এবার হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার