কলকাতা: দীপাবলির আগে পরপর উর্ধ্বমুখী হয়ে গত ২৪ ঘন্টায় ফের নামল করোনাগ্রাফ। গত ২৪ ঘন্টায় রাজ্যে কমল কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ১৬৬ জন । যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ১৯৭ জন। এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন ৬২ জন।


তবে রাজ্যে পুজোর মরসুমে গত ৬ অক্টোবার ১০০-র যতোটা নিচে নেমেছিল কোভিড গ্রাফ, সেই তুলনায়, গত ২৪ ঘন্টায় সংক্রমণ কমলেও সেই হারে না কমায় আশঙ্কা থাকছেই। এদিন কোভিডে মৃত্যু শূন্য না হলেও একই জায়গায় দাঁড়িয়ে আছে। গত ৪৮ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ১ জনের। গত ২৪ ঘন্টায় বাংলায় কোভিডে ফের মৃত্যু হল ১ জনের।


অপরদিকে, তবে রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, পজিটিভিটি রেট কমল বাংলায়। গত ৭২ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ২.৯৩ শতাংশ এবং গত ৪৮ ঘন্টায় তা কমে হয় ২.৮৭ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্য গত ২৪ ঘন্টায় ফের পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.৪৪ শতাংশ।






আরও পড়ুন, 'ছোটবেলায় আমি তিনটে বছর গান শিখেছিলাম', স্মৃতির শহরে মমতা


রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায়  হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১ হাজার ৪৪৩ জন।  গত ২৪ ঘন্টায় তা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫১ জন। বাংলায় গত ২৪ ঘন্টায়,  স্যাম্পেল টেস্ট ৬৮১১ জনের হয়েছে। তবে প্রশ্ন উঠেছে নুমনা টেস্ট কত জন করছে। অর্থাৎ কতজন আদৌ সন্দেহ করছে কিংবা কোভিডের উপস্বর্গ খেয়াল করে আইটি পিসিআর করাচ্ছে। কারণ তাহলেই জানা যাবে প্রকৃত কোভিডের সংখ্যা।