আমদাবাদ: ইতিমধ্যেই আইপিএলের অর্ধেকের বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দিনকয়েক আগে যশস্বী জয়সবাল অরেঞ্জ ক্যাপ তালিকায় শীর্ষে উঠে এলেও, এখনও পর্যন্ত টুর্নামেন্টের সিংহভাগ সময়ই ফাফ ডু প্লেসির মাথাতেই অরেঞ্জ ক্যাপ ছিল। ৫ মে, শুক্রবার গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে জয়সবালের সামনে সুযোগ ছিল ফের একবার আইপিএলের শীর্ষ রানসংগ্রাহক হিসাবে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে আনার। তবে ব্যাট হাতে তিনি ব্যর্থ হওয়ায় তা আর সম্ভব হয়নি। বরং শুভমন গিল প্রথম পাঁচে নিজের জায়গা করে নিয়েছেন।
গুজরাতের বিরুদ্ধে জয়সবাল সিংহভাগ ব্যাটারদের মতোই বড় রান করতে ব্যর্থ হন। তিনি ১১ বলে মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন। ফলে আপাতত অরেঞ্জ ক্যাপের দৌড়ে রাজস্থানের তারকা ওপেনার দ্বিতীয় স্থানেই রয়ে গেলেন। ১০ ম্যাচে ৪৪.২০ গড়ে আপাতত যশস্বীর মোট সংগ্রহ ৪৪২ রান। তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৪২। তবে যশস্বী রান না পেলেও, ম্যাচে ব্যাট হাতে রান পান গুজরাতে ওপেনার শুভমন গিল। লো স্কোরিং ম্যাচে শুভমন ৩৫ বলে ৩৬ রানের একটি পরিপক্ক ইনিংস খেলেন।
মাত্র ১১৯ রান তাড়া করতে নেমে তাঁর ও ঋদ্ধিমান সাহার ৭১ রানের ওপেনিং পার্টনারশিপই কিন্তু রাজস্থান রয়্যালসের ম্যাচে ফেরার স্বপ্ন ভেস্তে দেয়। এদিনের ৩৫ রানের ইনিংসের সুবাদে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়কে পিছনে ফেলে এক লাফে অরেঞ্জ ক্যাপ তালিকায় চার নম্বরে পৌঁছে গেলেন। আপাতত ১০ ম্যাচে ৩৭.৫০ গড় ও ১৩৫.৮৬ স্ট্রাইক রেটে শুভমনের মোট সংগ্রহ ৩৭৫ রান। বিরাট কোহলি ৪৫.৫০ গড়ে ৩৬৪ রান করে আপাতত সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় পাঁচ নম্বরে। ৩৫৪ রান করে ছয়ে রুতুরাজ গায়কোয়াড়।
রুতুর ওপেনিং পার্টনার ডেভন কনওয়ে ৫৯.১৪ গড়ে ৪১৪ রান করে আপাতত তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তবে ফাফ বাকিদের থেকে খানিকটা এগিয়েই। তিনি ৫৮.২৫ গড় ও ১৫৯.৫৮-র স্ট্রাইক রেটে এ বারের আইপিএলে এখনও মোট ৪৬৬ রান করে শীর্ষে নিজের দাপট অব্যাহত রেখেছেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম দশে দুই কেকেআর তারকা রিঙ্কু সিংহ ও বেঙ্কটেশ আইয়ারও রয়েছেন। রিঙ্কু মোট ৩১৬ রান করে তালিকায় সপ্তম ও ৩০৩ রান করে বেঙ্কটেশ আইয়ার তালিকায় দশম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে