কলকাতা : নিম্নচাপের (Depression) বৃষ্টিতে প্রভাব পড়েছে রাজ্যের জেলায় জেলায়। হুগলিতে ভাঙতে শুরু করেছে গঙ্গার পাড়। সমুদ্রের জোয়ারে প্লাবিত খেজুরির একাধিক গ্রাম। প্রবল ঝড় ও বৃষ্টিতে (Rainfall) বিপর্যস্ত খড়গপুর শহর। চণ্ডীপুর এলাকায় শনিবার দুপুর পর্যন্ত ফেরেনি বিদ্যুৎ। বিপর্যস্ত জনজীবন, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ভাঙছে পাড়, যে কোনও মুহূর্তে হুগলির বৈদ্যবাটির দেড়শো থেকে ২০০টি বাড়ি গঙ্গাগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা। পূর্ব মেদিনীপুরের খেজুরির একাধিক গ্রাম প্লাবিত হল সমুদ্রের জলে। কোথাও ঝড়-বৃষ্টিতে ভাঙল বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হল বাড়ি। কোথাও রাস্তার উপর দিয়েই বইছে জল। কোথাও আবার, জলে তোড়ে ভাঙল রাস্তা। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জেলায় জেলায় বিপর্যস্ত জনজীবন।
হুগলি- হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় ভাঙছে গঙ্গার পাড়। ইতিমধ্যেই ভেঙে পড়ছে পার্শ্ববর্তী মন্দির। শিকড়সমেত উপড়ে পড়েছে গাছ। স্থানীয়দের অভিযোগ, বৈদ্যবাটির চক্রবর্তী ঘাট, নিমাই চিত্ত ঘাট-সহ একাধিক জায়গায় গঙ্গার ভাঙন চলছে কয়েক বছর ধরে। সরকারিভাবে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দক্ষিণ ২৪ পরগনা- রায়দিঘি, পাথরপ্রতিমা, সাগর-সহ দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী এলাকায় সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ মৎসজীবীর সন্ধানে আজ সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। প্রায় ২২ ঘণ্টার চেষ্টায় সকলকেই উদ্ধার করা সম্ভব হয়।
পূর্ব মেদিনীপুর - গতকালের পর আজও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। গতকাল প্রবল ঝড়ের দাপটে বিপর্যস্ত কাঁথি শহর। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে। ১২ ঘণ্টারও বেশি কাঁথি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর পাশাপাশি, পর্যটকদের সমুদ্র স্নানে আজও জারি রয়েছে নিষেধাজ্ঞা। চলছে মাইকে প্রচার। গার্ডওয়ালের ধারে যেতেও নিষেধ করা হয়েছে। পাশাপাশি বৃষ্টিতে জলমগ্ন, কাঁথি ২ নম্বর ব্লকের পেটোয়াঘাট ও ১ নম্বর ব্লকে শৌলা, এগরা ২ নম্বর ব্লকে দুবদা বেসিন এলাকা।
পশ্চিম মেদিনীপুর- প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত খড়গপুর শহর। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙেছে। ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। ফলে বহু এলাকায় রাত থেকেই বিদ্যুৎ ছিল না। যানবাহন চলাচলেও সমস্যা।
পুরুলিয়া- গতকাল রাত থেকে পুরুলিয়া জেলায় টানা বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া।
ঝাড়গ্রাম- টানা বৃষ্টিতে জলস্তর বেড়েছে কংসাবতী, কেলেঘাই নদীর। ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর যাওয়ার পথে তপসিয়া এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল।
আরও পড়ুন- দল পাশে না থাকলেও, ‘দলের সঙ্গে আছি, দলের সঙ্গেই ছিলাম’ বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের