কলকাতা: মঙ্গলবার অবশেষে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচনের কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে খসড়া তালিকা। voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই মিলছে তালিকা। পাশাপাশি GOOGLE PLAY STORE বা APP স্টোর থেকে কমিশনের অ্যাপ ECINET ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। যদিও এই তালিকায় নাম বাদ নিয়ে নতুন করে দেখা দিয়েছে সমস্যা।  

Continues below advertisement

ইতিমধ্যেই কমিশনের তরফে একটি তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, খসড়া ভোটার তালিকায় কোন জেলায় কত নাম বাদ?

এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা

Continues below advertisement

কোচবিহার: ১ লক্ষ ১৩ হাজার ৩৭০জনের নাম বাদ জলপাইগুড়ি: ১ লক্ষ ৩৩ হাজার ১০৭জনের নাম বাদদার্জিলিং: ১ লক্ষ ২২ হাজার ২১৪জনের নাম বাদকালিম্পং: ১৭ হাজার ৩৩১জনের নাম বাদ আলিপুরদুয়ার: ৯৫ হাজার ২৮৬জনের নাম বাদ উঃ দিনাজপুর: ১ লক্ষ ৭০ হাজার ৫৫৭জনের নাম বাদ দঃ দিনাজপুর: ৮০ হাজার ৯৮৪জনের নাম বাদ মালদা: ২ লক্ষ ১ হাজার ৮৭৩জনের নাম বাদ মুর্শিদাবাদ: ২ লক্ষ ৭৮ হাজার ৮৩৭জনের নাম বাদ নদিয়া: ২ লক্ষ ১৬ হাজার ৬২৩জনের নাম বাদউঃ ২৪ পরগনা: ৭ লক্ষ ৯২ হাজার ১৩৩ জনের নাম বাদদঃ ২৪ পরগনা: ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২জনের নাম বাদ কলকাতা দক্ষিণ: ২ লক্ষ ১৬ হাজার ১৫০জনের নাম বাদকলকাতা উত্তর: ৩ লক্ষ ৯০ হাজার ৩৯০জনের নাম বাদহাওড়া: ৪ লক্ষ ৪৭ হাজার ৩৪১জনের নাম বাদ হুগলি: ৩ লক্ষ ১৮ হাজার ৮৭৪জনের নাম বাদ পূর্ব মেদিনীপুর: ১ লক্ষ ৪১ হাজার ৯৩৬জনের নাম বাদপঃ মেদিনীপুর: ২ লক্ষ ৩ হাজার ৩৪১জনের নাম বাদ ঝাড়গ্রাম: ৫২ হাজার ৭৮৬জনের নাম বাদ পুরুলিয়া: ১ লক্ষ ৮৩ হাজার ৪১৬জনের নাম বাদ বাঁকুড়া: ১ লক্ষ ৩২ হাজার ৮২১জনের নাম বাদ পূর্ব বর্ধমান: ২ লক্ষ ৮ হাজার ৭৫জনের নাম বাদ পঃ বর্ধমান: ৩ লক্ষ ৬ হাজার ১৪৬জনের নাম বাদ বীরভূম: ১ লক্ষ ৭৮ হাজার ৮৭৬জনের নাম বাদ 

জানা গিয়েছে, কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ অসঙ্গতি ভোটাছে। অসঙ্গতি ভোটারের তালিকায় শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনাতেই ১৬ লক্ষ ৩ হাজার ১৬জন 'অসঙ্গতি' ভোটাছে। উত্তর ২৪ পরগনায় ১১লক্ষ ২ হাজার ৫২১জন 'অসঙ্গতি' ভোটার পাওয়া গিয়েছে। দুই ২৪ পরগনার পরেই অসঙ্গতি ভোটারের সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে অসঙ্গতি ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২ হাজার ৭৬২জন। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে বাদ গিয়েছে আটান্ন লক্ষ ভোটারের নাম। নাম বাদের কারণও তালিকায় উল্লেখ করেছে কমিশন। নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে BLO-রা। 

বাদের তালিকা প্রকাশের পর কারও কোনও অভিযোগ থাকলে আধার কার্ড নিয়ে গিয়ে যোগাযোগ করা যাবে কমিশনে। এই খসড়া তালিকা ও নাম বাদের তালিকা নিয়ে BLO-রা থাকবেন নিজস্ব বুথে। যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাঁদের সবার নাম থাকবে খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকা ৩ ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং ও নো ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং, সেল্ফ ম্যাপিং-এ নাম থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে হিয়ারিংয়ে। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে শুনানিতে। 

১৫ জানুয়ারি পর্যন্ত জানানো যাবে তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ। যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।