কলকাতা : উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে এবার রাজ্য সরকারের (West Bengal Government) পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন উপাচার্যরা (Ex Vice Chancellors)। সাংবাদিক সম্মেলনে সরব হয়ে প্রাক্তন উপাচার্যরা বলেছেন, 'আইন মেনে শিক্ষা দফতরে যাঁরা রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদেরকেই সরিয়ে দেওয়া হয়েছে। যাঁরা আইন ভেঙে রাজভবনে রিপোর্ট পাঠিয়েছেন, তাঁদের উপাচার্য পদের মেয়াদ বাড়ানো হয়েছে। ২৭ জন উপাচার্যর মধ্যে ৩ জন নিয়ম মানেননি, তাঁদের মেয়াদ বাড়ানো হয়েছে।'
প্রতিবাদ না করলে, নৈরাজ্য তৈরি হবে বলেই সরব হয়েছেন প্রাক্তন উপাচার্যরা। তাঁদের বক্তব্য, '২০১৯-এর আইন অনুযায়ী উপাচার্যরা সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারেন না। রাজ্যপালও উপাচার্যর কাছ থেকে সরাসরি রিপোর্ট চাইতে পারেন না'। ওমপ্রকাশ সিনহা সহ প্রাক্তন উপাচার্যররা এদিন সাংবাদিক সম্মেলন করেন। যেখানেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) রাজ্যর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন তাঁরা।
প্রসঙ্গত, আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয়। উপাচার্য নিয়োগ বিতর্কে মুখ খুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। গতকাল ট্যুইট করে একে বেআইনি বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। রাজ্যপালকে এবিষয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য় করেন তিনি।
যাদবপুর, কাজি নজরুল, কল্যাণী, বর্ধমানের মতো একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ শেষ হয়েছে। যার পরই বিদায়ী উপাচার্যদের মেয়াদবৃদ্ধি না করে বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governer CV Ananda Bose)। পাশাপাশি শূন্য আসন পূরণ করতে নিয়োগ চলবে, খবর রাজভবন সূত্রে। আর রাজভবনের যে নিয়োগ নির্দেশের পরই রাজ্য সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্তর্বতী উপাচার্য হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদেরকে নিয়োগ প্রত্যাখ্যানের বার্তা দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটে লিখেছেন, বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে, তার সম্পূর্ণ পরিপন্থী ও বেআইনি। এই অভূতপূর্ব পরিস্থিতিতে বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছে, উপাচার্য নিয়োগের ঘটনায় যা সর্বসমক্ষে চলে এসেছে।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?