সোমনাথ মিত্র, হুগলি : নিম্নচাপের টানা বৃষ্টি আর দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকার কৃষিজমি। মাঠেই নষ্ট হচ্ছে ফসল। পুজোর (Durga Puja 2023) মুখে বাজারে জোগান কমে যাওয়ায়, চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম। বাজার করতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত ক্রেতার। 


মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসল। তার সবই যাচ্ছে নিম্নচাপের বৃষ্টিতে ভেসে। বিপদ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জল। কৃষিপ্রধান হুগলি (Hooghly) জেলায় সারা বছর ধরে সবজি চাষ হয়। তার একটা বড় অংশ এবার ক্ষতির মুখে। জল জমে থাকায় গোড়া গিয়েছে পচে। ঘরে তোলার আগে খেতেই নষ্ট হচ্ছে ধান, কপি, পটল, ঝিঙে-সহ একাধিক সবজি। ধার-দেনা করে চাষ করায়, মাথায় হাত কৃষকদের। 


এর প্রভাব পড়েছে বাজারে। পুজোর মুখে এক ধাক্কায় বেড়ে গিয়েছে সবজির দাম। ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই নাগাড়ে বৃষ্টিকে দায়ী করছেন। সবজি বিক্রেতাদের বক্তব্য, পটল ছিল ৮০ টাকা পাল্লা দেড়শো হয়ে গেছে, কপির দাম দেড়ার ওপর দাম বেড়ে গেছে সব। বাজার করতে যাওয়া এক ক্রেতার মুখেও একই আপেক্ষ, সবকিছুরই দাম বেড়েছে। সব আনাজের দামই প্রায় দেড়গুণ বেড়ে গিয়েছে। ফসল নষ্ট হচ্ছে যেভাবে তাতে আরও দাম বাড়তে পারে। খরচ কমিয়ে অল্প কেনা ছাড়া উপায় কী। 


কৃষকদের ক্ষতির কথা মানছে প্রশাসনও। উদ্যান পালন দফতরের আধিকারিক শুভাশিস গিরি বলেছেন, প্রায় ৩০০ হেক্টরের মতো সবজির ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ বাড়বে, সময় লাগবে ফাইনাল রিপোর্ট তৈরি করতে। প্রতি বর্ষাতেই কৃষিজমি ভেসে যাওয়ায় ক্ষতি হয় ফসলের। সমস্যা সমাধানে কী ব্যবস্থা নেয় সরকার, সেদিকেই তাকিয়ে হুগলির কৃষকরা।                                                                                                                                         


আরও পড়ুন- হাজার পাতা করে নথি পাঠিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন না অভিষেকের মা, বাবা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ