কলকাতা: গার্ডেনরিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় (Garden Reach Building Collapse) রিপোর্ট পেশ করল রাজ্য এবং কলকাতা পুরসভা (West Bengal Government and KMC)। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, একজন এখনও পলাতক, জানাল রাজ্য। 'এই ধরণের গ্রেফতারি দেখতে ভালো লাগে। কিন্তু পুরসভার যে আধিকারিকদের সাহায্য পেয়ে এই ধরনের বেআইনি নির্মাণ হলো, তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ? পুরসভার যে আধিকারিকরা চুপ করে বসে ছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন। তাঁরাই আসল দোষী, এটাই তদন্ত করে দেখতে হবে',  মন্তব্য বিচারপতির (Justice) ।


'..তাঁরাই আসল দোষী' 


'পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে তদন্ত শুরু হয়েছে ? বেআইনি নির্মাণ দেখেও যারা চুপ করে বসে ছিলেন পুরসভার সেই  আধিকারিকদের কি আপনারা পুরস্কৃত করেছেন?', পুরসভাকে প্রশ্ন বিচারপতির। আদালত চায় এই আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং সাসপেন্ড করা হোক, মন্তব্য বিচারপতির। পুরসভার যে আধিকারিকরা চোখ বন্ধ করে বসে ছিলেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ? প্রশ্ন বিচারপতির। 


'প্রয়োজন হলে সাসপেন্ড করতে হবে'


পুরসভার বেশ কিছু আধিকারিককে শোকজ করা হয়েছে, জানাল পুরসভা। 'পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে পুরসভাকে। প্রয়োজন হলে সাসপেন্ড করতে হবে, নির্দেশ বিচারপতির। 'মামলাকারীর দাবি যে তিনি ২০২২ থেকে এই ধরনের বেআইনি নির্মাণের প্রতিবাদ করে আসছেন। কিন্তু তিনি আদালতে আসার সময় পেলেন না কেন ? এই ধরনের ঘটনা কেন্দ্রিক জনস্বার্থ মামলা বন্ধ হওয়া উচিত, সওয়াল রাজ্যের। 


আরও পড়ুন, 'তৃণমূলের ভোট-সন্ত্রাসে খুন..' ? পিংলায় নিহত BJP কর্মীর বাড়িতে রাজ্যপাল


'আপনার আধিকারিকরা কী করছিলেন ?..'


'আপনার আধিকারিকরা কী করছিলেন ? বেআইনি নির্মাণের ওপর নজরদারি এবং উপযুক্ত পদক্ষেপ করার আইন তো আছে। মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষা করার বৈধ উপায় তো আছে,  মন্তব্য বিচারপতির। 'যাঁরা এই মামলা করেন তাঁদের থেকে অনেক বেশি দায়িত্ব এই সমস্ত বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের আছে। সব কিছু যাতে আইন মেনে হয় তার জন্যই এই সরকারি আধিকারিকদের দায়িত্ব আছে। তারা কি করছিলেন ? প্রশ্ন বিচারপতির। এই বাড়ি গুলি বন্ধ করার জন্য কোনও নোটিস দেওয়া হয়নি, মন্তব্য বিচারপতির।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।