কলকাতা: মুখ্যমন্ত্রীর ধমকের পরে তৎপর হল পরিবহণ দফতর। বাড়ানো হচ্ছে সরকারি বাসের পরিমাণ (Government Bus Problem)। বাড়ানো হচ্ছে ট্রিপ সংখ্য়াও। অন্য়দিকে সাধারণ মানুষের সমস্য়া খতিয়ে দেখতে পথে নামলেন পরিবহণ মন্ত্রী।                                     


বাড়ানো হচ্ছে সরকারি বাসের পরিমাণ: চারদিন আগেই মুখ্য়মন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়েচড়ে বসল পরিবহণ দফতর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন ৫৫০টি বাস ৩ হাজার ৩০০ টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্য়াই এবার বাড়িয়ে করা হচ্ছে ৪ হাজার ১৯৮। নিউটাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্য়া ১০৮ থেকে বাড়িয়ে ১৫৬ করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইডে। কিন্তু, তাতেও সমস্য়া কি মিটেছে? নিত্য়যাত্রীরা বলছেন, তেমন কিছু ঘটেনি।                                      

২ জানুয়ারি, সারপ্রাইজ ভিজিট নিয়েও পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা করেছিলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেনন, "ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মন্ত্রী নিজে কখনও ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনও?'' তার উত্তরে স্নেহাশিস চক্রবর্তী জানান, "হ্য়াঁ দিদি আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু।'' তার প্রেক্ষিতে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "কিছু! কিছু কথাটার অর্থ কী? কিছু কথাটার কোনও অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। তোমাকে মাথায় রাখতে হবে, কিছু কথার কোনও উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাওয়ার সময়, অফিস ফেরত বা অন্য়ান্য় সময় যাতায়াত করতে পারে, সেটা দেখতে হবে।''                      

কিন্তু, সমস্য়ার পুরোপুরি সমাধান হবে কবে? কবে থেকে কমবে মানুষের ভোগান্তি? সেটাই আসল প্রশ্ন। মুখ্য়মন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে, সোমবার রাস্তায় নামেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, "মুখ্য়মন্ত্রী নির্দেশ এসেছি। বিভিন্ন মত রয়েছে কেউ বলছে বাড়ানো হোক, কেউ বলছে না পাই সরকারি বাস। আমরা সবটা দেখছি। দেখে সরকারি বাসের সংখ্য়া বাড়াবো।''


আরও পড়ুন: West Bengal Education: খোলা স্কুল, নেই পড়ুয়া; কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের করুণ চিত্র, কত নম্বরে এরাজ্য?