কলকাতা : সরস্বতী-লোকে পাড়ি দিয়েছেন ভারতের সরস্বতী। সুর-সম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে (Bharat Ratna Lata Mangeshkar Demise) ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের (West Bengal State Government) পক্ষ থেকেও অপূরণীয় ক্ষতির জেরে নেওয়া হয়েছে বিশেষ সিদ্ধান্ত। আগামীকাল অর্থাৎ সোমবার (৭ ফেব্রুয়ারি) অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি আগামী ১৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে লতা মঙ্গেশকরের গান বাজানো হবে। 


অর্থ দফতরের (Government of West Bengal Finance Department) পক্ষ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত অফিস, শহর ও গ্রামাঞ্চলের স্থানীয় সংস্থা, কর্পোরেশন, ও শিক্ষাঙ্গন আগামীকাল (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকবে ভারতরত্ন লতা মঙ্গেশকরের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে।


রবিবার সকালে প্রয়াত হয়েছেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর।  করোনা আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত হন নবতিপর শিল্পী। তারপর থেকে ছিলেন ICU-তেই। প্রায় একমাস ধরে হাসপাতালে চলেছে লড়াই। গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয় ভেন্টিলেশনে। শেষপর্যন্ত নিভে গেল জীবন-দীপ। সকাল ৮.১২ মিনিটে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


দুপুর ১টা ১৫ নাগাদ নাগাদ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে হাসপাতাল মরদেহ নিয়ে যাওয়া হয় প্রভুকুঞ্জের বাসভবনে। সেখানে শেষশ্রদ্ধা জানানোর পর বিকেল চারটেয় শুরু হয় শেষযাত্রা। বিকেল পাঁচটায় মুম্বই পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ধে সাড়ে ৬টায় শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।  


আরও পড়ুন- লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা- দেখুন সমস্ত খবর