সন্দীপ সরকার, কলকাতা : রাজ্য জুড়ে আন্দোলনের মধ্যেই স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জল্পনা । হাসপাতালের RMO, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের তালিকা তলব করা হল। আধার, প্যান কার্ড, রেজিস্ট্রেশন, ফোন নম্বর চেয়ে স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি । জুনিয়র ডাক্তারদের কাছে উচ্চশিক্ষা সংক্রান্ত নথিও চাইল স্বাস্থ্য দফতর । মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে জুনিয়র ডাক্তার সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। হঠাৎ কেন জুনিয়র ডাক্তারের তথ্য তলব ? প্রশ্ন আন্দোলনকারীদের। 'সন্দেহের কোনও কারণ নেই, রেকর্ড রাখার প্রয়োজনে তথ্য তলব।' 'RMO-রা তো আন্দোলন করছেন না, তাহলে কীসের সন্দেহ?' আন্দোলনকারীদের আশঙ্কা খারিজ করে দাবি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার।


সব মেডিক্যাল কলেজ-হাসপাতালে অধ্যক্ষ এবং সুপারদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে যে, তাঁদের হাসপাতালে RMO এবং সিনিয়র রেসিডেন্ট হিসাবে (যেহেতু এই RMO এবং সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের এই পোস্ট নন-প্র্যাক্টিসিং পোস্ট, অর্থাৎ এই পোস্টে থাকলে তাঁরা প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন না বলে নিয়ম রয়েছে) কারা রয়েছেন...তাঁদের নামের তালিকা, আধার কার্ড নম্বর, প্যান নম্বর , রেজিস্ট্রেশন নম্বর, তাঁদের উচ্চশিক্ষার ডিগ্রি এবং মোবাইল ফোন নম্বর চেয়ে পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, স্বাস্থ্যস্থাথী প্রকল্পে যিনি ফিনান্স আধিকারিক রয়েছেন, তাদের কাছেও এই অর্ডারের কপি পাঠানো হয়েছে। স্বাস্থ্যসাথী স্কিমে বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিমার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। সেখানে কোন ডাক্তারের অধীনে অপারেশন হচ্ছে, সেই ডাক্তারের নাম-রেজিস্ট্রেশন নম্বরও থাকে। ফলে, স্বাস্থ্যসাথী স্কিমেরও আধিকারিকের কাছে এই অর্ডারের কপি ফরওয়ার্ড করার বিষয়টি কিন্তু তাৎপর্যপূর্ণ। 


হঠাৎ কেন জুনিয়র ডাক্তারদের তথ্য তলব ?


এবিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জানিয়েছেন, এটা একটা রুটিন প্রক্রিয়া। রেকর্ড রাখার জন্য এই তথ্য চাওয়া হয়েছে। এটি আশঙ্কা বা আতঙ্কিত হওয়ার বিষয় নয়। কিন্তু, তাতেও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আশঙ্কার মেঘ দেখছেন। তাঁদের বক্তব্য, এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা অর্ডার তাঁদের আশঙ্কিত করছে। স্বাস্থ্যভবনের এই মুহূ্র্তে আরও অনেক কাজ রয়েছে। তার পরিবর্তে হঠাৎ এই অর্ডার অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে তাঁদের মনে।


আরও পড়ুন ; 'আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ', কারামন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।