কলকাতা: দক্ষিণবঙ্গে যখন ঠা-ঠা পোড়া রোদ। তখন উত্তরবঙ্গে যেন কিছুটা স্বস্তি। রাজ্যের একেবারে উত্তরভাগে বৃষ্টিরও দেখা মিলবে। আগামী চারদিন বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, ওই তিন জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলোতে বৃষ্টি হবে না। দুই দিনাজপুর ও মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে কোনও রকম তাপপ্রবাহের পরিস্থিতি নেই। আগামী কয়েকদিনেও সেরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই। যদিও পারদ বাড়তে পারে। জানিয়েছেন, কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত।


এরই মধ্যে ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার- এই তিন আসনে ভোট রয়েছে। যদিও ওই দিন জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি জেলায় বৃষ্টি না হলেও ভয়াবহ গরমের পরিস্থিতি নেই। আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। শুক্রবারও তাপমাত্রা বাড়বে ২ থেকে তিন ডিগ্রি। 


রাজ্যের বাকি জায়গায় কেমন আবহাওয়া?
উত্তরবঙ্গের কিছু অংশের বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের তাপদাহ থাকবে আগামী পাঁচ দিন। কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল সব জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি। আজ ও আগামীকাল তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে কয়েকটি জেলায়- সেগুলি হল দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতে ও দুই বর্ধমানে। তারপরের তিনদিন সব জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। সব জেলাতেই ৪-৭ ডিগ্রি বাড়বে। ঠিক এই কারণেই  ১৯ এপ্রিল থেকে শুরু করে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাতে "মডারেট" হিট ওয়েভ কনডিশন থাকবে।


১৮ এপ্রিল হলুদ সতর্কতা:
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলিতে। 


১৯ এপ্রিল ও ২১ এপ্রিলে কমলা সতর্কতা:
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের নানা জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি। কোথাও কোথাও Severe Heat Wave- পরিস্থিতি। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে কাজ করার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।     


এগিয়ে আসছে গরমের ছুটি:
একদিকে সামনে ভোট, অন্যদিকে তাপপ্রবাহ। এই কারণেই ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি পড়ছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, খবর শিক্ষা দফতর সূত্রে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে। ক'দিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?