সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি : ডাকাতির (Dacoity) সময় কেউ যাতে পুলিশে ফোন করতে না পারেন, তার জন্য পোর্টেবল জ্যামার (Portable Jammer) ব্যবহার করেছিল দুষ্কৃতীরা। কিন্তু ভাইজ্যাকের হেড অফিস থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে (CCTV Camera Footage) দেখা গিয়েছিল হুগলির চন্দননগরে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির ঘটনা। প্রায় ২ বছর পর সেই ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। সাজাপ্রাপ্তদের একজন ব্যারাকপুরে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে অভিযুক্ত।


হাড়হিম করা ডাকাতি- ২১ সেপ্টেম্বর ২০২১। দুপুর ২টো ৪৪। হঠাৎ রিভলভার হাতে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। টেবিল টপকে সোজা চলে যায় ক্যাশিয়ারদের কাছে। তারপর ঢুকে পড়ে আরও কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। অবাধে লুঠপাট চালিয়ে কয়েক মিনিটের মধ্যেই চম্পট দেয় সবাই। বছর ২ আগে চন্দননগরের সেই ঘটনায় ৩ দুষ্কৃতীকে যাবজ্জীবন কারাদণ্ড (Lifetime Jail) দিল হুগলির চুঁচুড়া আদালত। 


ঘটনার তদন্তে নেমে পুলিশ (Police) জানতে পারে, বিহারের বৈশালীর বাসিন্দা দুষ্কৃতীরা সবাই উচ্চশিক্ষিত। প্রযুক্তিগত বিষয়ে তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। বিহারের জ্যাকি নামে এক হ্যান্ডলার এই গ্যাং পরিচালনা করে। মূলত স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি করত তারা। ডাকাাতির আগে অনলাইনে সেই সংস্থার কাস্টমার প্রিভিউ রেটিং দেখে নিত তারা। তা দেখে আন্দাজ করত কোথায় ভাল টাকা পাওয়া যেতে পারে। তারপরই পরিকল্পনা করে ডাকাতি করা হত। চন্দনগরের স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসে ডাকাতির ওই ঘটনায় তারা ব্যবহার করে পোর্টেবল জ্যামার। তাই ঘটনার সময় সংস্থার কর্মীরা কাউকে ফোন করতে পারেননি।


তবে সিসিটিভি ক্যামেরার ছবি দেখে সংস্থার ভাইজ্য়াকের অফিসের কর্মীরা বুঝতে পারেন ঘটনার কথা। সেখান থেকে খবর দেওয়া হয় পুলিশে। ৪ দুষ্কৃতীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দোষী সাব্য়স্ত হয় বিটটু কুমার ওরফে করণ, গুড্ডু কুমার ওরফে ধর্মেন্দ্র এবং বিট্টু কুমার ওরফে ছোট্টু। এদিন তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন চুঁচুড়া ফাস্ট ট্রাক কোর্টের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শিবশঙ্কর ঘোষ।


পুলিশ সূত্রে খবর, এর আগে আসানসোল সহ বিভিন্ন জায়গায় একই ভাবে ডাকাতি করেছে এই গ্যাং। চন্দননগরে লক্ষ্মীগঞ্জ বাজারে ডাকাতির আগে রীতিমতো রেকি করে তারা। ওই সংস্থার অফিসেও যায় দু'বার। সিঙ্গুরের অপূর্বপুরে একটি ঘর ভাড়া নেয়,ফেরিওয়ালা পরিচয় দিয়ে। অভিযুক্তদের মধ্যে বিটটু কুমার ওরফে ছো্টু ব্যারাকপুরে বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে সেই ঘটনায় দুষ্কৃতিদের মধ্যে ছোটটু ছিল শার্প শুটার। আসানসোলে ডাকাতি করে ১৮ লক্ষ টাকা পায় সে। করণের বিরুদ্ধে বিহারে এটিএমের টাকার গাড়ি লুট ও খুনের অভিযোগ রয়েছে। গুড্ডুর বিরুদ্ধে হরিয়ানায় একাধিক মামলা রয়েছে।


আরও পড়ুন- শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial