সৌরভ বন্দ্যোপাধ্যায়, বৈদ্যবাটি: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি ছিল অব্যাহত। আর প্রেমের পথের কাঁটা হয়ে দাঁড়াতেই মর্মান্তিক পরিণতি। জামাইষষ্ঠীতে খেতে ডেকে খুনের অভিযোগ স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটিতে (Hooghly)। 


জামাইষষ্ঠীতে খেতে ডেকে স্বামীকে খুনের অভিযোগ: পুলিশ সূত্রে খবর, হাওড়া মাকরদহের বাসিন্দা দীপঙ্কর কুণ্ডু (৪৪)। গত আড়াই বছর ধরে হুগলির বৈদ্যবাটির ১৩ নম্বর ওয়ার্ডের মানিক ঘোষের বাগান এলাকায় স্ত্রী ও ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাই সপ্তাহে রোজ বাড়ি ফিরতেন না। মৃতের বোন মৌমিতা শ্রীমানির অভিযোগ, 'দাদা শনি রবিবার বাড়ি ফিরত। বৈদ্যবাটিতে প্রতিবেশি এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বৌদির। এনিয়ে দাদার সঙ্গে অশান্তি হত। গত তিন চার দিন ছেলে-বৌয়ের কাছে ফেরেনি। দাদা খেতে ভালোবাসত। জামাইষষ্ঠী আছে বলে তাকে বৈদ্যবাটির বাড়িতে ডাকে। বৌদির প্রেমিক কুপিয়ে খুন করে। 


জানা গিয়েছে, গতকাল রাতে বৈদ্যবাটি ৮ নম্বর ওয়ার্ডের সংলগ্ন নির্জন এলাকায় দীপঙ্করকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলরকে ।কাউন্সলির অভিজিৎ গুহ পুলিশকে জানালে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করে। পরে ওই হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। মৃতের স্ত্রী জ্যোতি কুণ্ডুকে আটক করেছে পুলিশ। মৃতের পরিবারের তরফ থেকে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রিজু মাঝির খোঁজ চালাচ্ছে পুলিশ। 


মাস খানেক আগে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে ভাইপোর হাতে দুই পিসি খুন হন। খুনের ঘটনায় দুই মহিলার ভগ্নিপতিকেও গ্রেফতার করে ঢোলাহাট থানার পুলিশ। ধৃত সুব্রত প্রামাণিক ও মণিরথ আড়ি গুরুদাসপুরেরই বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান করে, পৈতৃক ৭ বিঘা জমি দখল করতেই এই খুন করা হয়েছে। ৬ বোন ও ৩ ভাইয়ের মধ্যে অবিবাহিত বিপাশা ও বাসন্তী প্রামাণিক পৈতৃক বাড়িতে থেকে চাষবাস করে সংসার চালাতেন। মাথা থেঁতলে, কুপিয়ে খুন করা হয় দুই বোনকে। পুলিশের দাবি, সম্পত্তি হাতাতে শ্যালক-পুত্র সুব্রতর সঙ্গে জোট বেঁধে দুই শ্যালিকাকে খুনের ছক কষেন ছোট বোনের স্বামী মণিরথ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: NEET UG 2024: 'কোনও দুর্নীতি হয়নি, বেনিয়ম হলে দোষীদের ছাড়া হবে না' বার্তা শিক্ষামন্ত্রীর