কলকাতা : অনলাইন (Online Exam) না অফলাইন (Offline Exam)? কীভাবে হবে পরীক্ষা (Exam)? কলেজ (College)-বিশ্ববিদ্যালয়ের (University) পরীক্ষা নিয়ে পড়ুয়াদের (Examinee) মনে চলতে থাকা বিভ্রান্তি দূর করতে পদক্ষেপ রাজ্য সরকারের (West Bengal Government)। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে কীভাবে সিমেস্টারের পরীক্ষা (Semestar Exam) নেওয়া হবে, সেটা জানিয়ে বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা কীভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্তভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হল। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
কী জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে
রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরে পক্ষ থেকে উপাচার্যদের চিঠি দিয়ে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জানানো হয়েছে। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা কীভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্তভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হল। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ
প্রসঙ্গত, একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষার দাবিতে আন্দোলন (Agitation) চলছিল। সেই প্রেক্ষিতেই পরীক্ষা-নীতি স্পষ্ট করল সরকার।
এদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান অনলাইনে পরীক্ষার দাবিতে। তাঁরা দাবি জানান, সারা বছর অনলাইনে পড়াশোনা করতে হয়েছে তাঁদের। তাই পরীক্ষাও যেন অনলাইনেই নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এখনও তাদের তরফে কোনও তথ্য জানায়নি যে কীভাবে নেওয়া হবে পরীক্ষা।
করোনা অতিমারীর জেরে মাঝে দীর্ঘ বছর দুই ধরে বন্ধ ছিল যাবতীয় শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই বাধ্য হয়ে পড়াশোনা হয়েছে অনলাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রমশ একে একে বিভিন্ন শিক্ষাঙ্গন খুলেছে। তবে মারণ ভাইরাসের কথা মাথায় রেখে দুইভাবেই পড়াশোনা চলছে।
প্রসঙ্গত, স্কুলে (School) শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার কলেজে অধ্যক্ষ নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আরও পড়ুন- কলেজে অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কত দিন পর্যন্ত করা যাবে আবেদন?
Education Loan Information:
Calculate Education Loan EMI