Gulshan Mullick : আমি যদি ক্ষমতায় না আসি,মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে ফিরবেন না, ভাইরাল তৃণমূলেরই বিধায়কের বক্তব্য

TMC : বক্তব্যের কথা অস্বীকার না করলেও তা আগের বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত আগেও মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

Continues below advertisement

সুনীত হালদার, অর্ণব মুখোপাধ্যায়, হাওড়া : আমি যদি ক্ষমতায় না আসি, মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) নবান্নে ফিরবেন না। ভাইরাল হয়েছে, হাওড়ার পাঁচলার তৃণমূল বিধায়ক (TMC MLA) গুলশন মল্লিকের এই মন্তব্য। তৃণমূল বিধায়ক অবশ্য় বলছেন, এটা তাঁর আগের বক্তব্য়। যদিও হুঁশিয়ারির সুরে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) প্রতিক্রিয়া, ঔদ্ধত্য ভাল নয়।

Continues below advertisement

গুলসানের বিস্ফোরক মন্তব্য 

বিস্ফোরক মন্তব্য করছেন পাঁচলার ৪ বারের তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক (Gulsan Mullick)। ভাইরাল হওয়া তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতেতে শোরগোল পড়ে গেছে। তৃণমূল সূত্রে দাবি, পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে, সম্প্রতি পাঁচলার দলীয় কার্যালয়ে কর্মিসভা করেন তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। সেখানে, স্থানীয় তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করেন পাঁচলার তৃণমূল বিধায়ক। মঞ্চ থেকে তাঁর বক্তব্য, 'আমি যদি ভোট না পাই, তাহলে আমি সন্ন্যাস নিয়ে নেব। আমি যদি পাঁচলায় ক্ষমতায় না আসি, তাহলে বাংলায় নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ও বসবেন না।'                                    

পুরনো বক্তব্য, দাবি বিধায়কের

বক্তব্যের কথা অস্বীকার না করলেও, তাঁর এই বক্তব্য বিধানসভা ভোটের (Assembly Election) আগের বলে দাবি করেছেন পাঁচলার তৃণমূল বিধায়ক। যদিও ভাইরাল হয়েছে পাঁচলার তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য। দলীয় বিধায়ককে কড়া বার্তা দিয়েছে তৃণমূলও। আর গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, 'এই ধরনের ঐদ্ধত্ব ভাল নয়, মুখ্যমন্ত্রী অন্য বিষয়। এটা ঠিক নয়।'

আগেও বিতর্ক

এর আগে পঞ্চায়েতে ভোট (Panchayat Election) লুঠের কথা কার্যত স্বীকার করে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম জড়িয়েছিলেন গুলশন মল্লিক। তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেবার তিনি বলেছিলেন, 'আমরা তো বিগত দিনে শুভেন্দুদা যখন আমাদের দলে ছিল, তখন যেভাবে নির্দেশ দিত, সেভাবে কাজ করত। এখন আমাদের নেতা অভিষেক ব্য়ানার্জী নির্দেশ দিচ্ছে যে, ভোট করতে হবে। এতএব আমরা ভোট করব। প্রার্থী দিতে দেব।' যা নিয়ে শোরগোলের মধ্যেই, গুলশন মল্লিকের ভাইরাল হওয়া বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করল। 

আরও পড়ুন- জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে সাহায্যকারীই পুলিশ হেফাজতে! প্রতিবাদ মৃতার পরিবারের

Continues below advertisement
Sponsored Links by Taboola