কলকাতা: আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (Higher Secondary Result)। সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ হবে। ফলপ্রকাশের বিজ্ঞপ্তি আজ, ৩ জুন, প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সাড়ে ১১টা থেকে প্রত্যেকবারের মতো এবিপি আনন্দের (ABP Ananda Website) ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। ডব্লুডব্লুডব্লু ডট এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইনে সার্চ করলেই মিলবে ফল। 


কোন ওয়েবসাইটে ফল
নজর রাখুন wb12.abplive.com ওয়েবসাইটে। সকাল ১১টা সরকারি ভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। তারপর সকাল সাড়ে ১১টা থেকে এই ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।


কীভাবে দেখা যাবে রেজাল্ট
প্রথমেই wb12.abplive.com -এ যান। এটাই রেজাল্ট দেখার পেজ। এই পেজে উচ্চমাধ্যমিকের রোল নম্বর লেখার একটি জায়গা পাবেন। অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বরটি সেখানে লিখুন। যা যা তথ্য দিতে হবে তা সঠিক জায়গায় নির্দিষ্ট ভাবে দিন। তারপর ক্লিক করলেই মিলে যাবে ওই পরীক্ষার্থীর উচ্চমাধ্যমিকের ফল। 


উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা


গত ২ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় রাজ্যে। ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এই বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।


আরও পড়ুন: Madhyamik Results 2022: 'দিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা' করতেন পঞ্চম স্থানাধিকারী সম্রাট


উচ্চমাধ্যমিক পরীক্ষায় কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে নিয়োগ করা হয় স্পেশাল অবজার্ভার, যাতে টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া যায়।


করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বারে পরীক্ষা হলেও, নিজের স্কুল তথা হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 


Education Loan Information:

Calculate Education Loan EMI