কলকাতা: এবছর মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) প্রকাশিত মাধ্যমিকের মেধাতালিকায় (Marit List) নাম রয়েছে মোট ১১৪ জনের। তাঁদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। এদের মধ্যে অন্যতম বসিরহাট (Basirhat) সাবডিভিশনের সম্রাট মণ্ডল। কেমন ছিল তাঁর প্রস্তুতিপর্ব? এরপর কী নিয়ে পড়াশোনা করতে চায় সে? এবিপি আনন্দকে পড়ুয়া জানালো সেই কথা।


উচ্ছ্বসিত সম্রাট মণ্ডল


বসিরহাট সাবডিভিশনের সম্রাট মণ্ডল এবারের মাধ্যমিকে ৬৮৯ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র সম্রাট। স্কুলে প্রথম স্থান অধিকার করেছে সে। স্কুলের সার্বিক ফলও বেশ ভাল বলেই জানাচ্ছে সম্রাট।


প্রথম এবিপি আনন্দের পর্দাতেই নিজের দুর্দান্ত রেজাল্টের কথা শোনেন সম্রাট। নিজের নাম শুনে উচ্ছ্বসিত তিনি। 'মেধাতালিকায় থাকব বলে আশা করেছিলাম। ৮৫ শতাংশের ওপরে নম্বর পাব আশা করেছিলাম।' বলছেন সম্রাট মণ্ডল।


কতটা পরিশ্রম করতেন সম্রাট? 'অনেকটাই পরিশ্রম করেছি। দিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতাম। সর্বোপরি বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম আর স্কুলের শিক্ষকদের সহায়তা, প্রাইভেট টিউটরদের সাহায্য ছিল। তাছাড়া সেলফ স্টাডি যেটা করেছি সেটা খুব সাহায্য করেছে।'


এরপর কী পড়ার ইচ্ছে রয়েছে? 'নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছি। নিট (NEET) ক্র্যাক করার ইচ্ছে রয়েছে। সেই জন্যই পড়াশোনা করছি।'


আরও পড়ুন: Madhyamik Results 2022: পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, রইল জেলাভিত্তিক পাশের হার


নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হস্টেলে থাকাও শুরু করেছে সম্রাট। ১ মাস থেকে এসেছে। প্রথমে বাড়ি ছেড়ে একা থাকতে সমস্যা হলেও এখন অ্যাডজাস্ট করতে হচ্ছে, জানাচ্ছে সম্রাট মণ্ডল। 


একনজরে পরের বছরের মাধ্যমিকের সূচি-


মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী, 



  • আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা

  • দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি

  • ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে

  • ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা

  • জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি

  • ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা

  • ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে

  • ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।


Education Loan Information:

Calculate Education Loan EMI