কলকাতা: উচ্চমাধ্যমিক প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চ মাধ্যমিকে প্রথম এবং দ্বিতীয় ভাষা ছাড়াও অঙ্ক, ইকোনমিকস, স্ট্যাটিসটিক্স, কম্পিউটার সায়েন্স।
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html/amp
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html/amp
কোন বিষয়ে কত নম্বর?
তিনি কোন বিষয়ে কত নম্বর পেলেন, দেখে নিন। এবিপি আনন্দ-র ওয়েবসাইটে চোখ রেখে দেখা গেল তাঁর ফলাফল। শুভ্রাংশু প্রথম ভাষা বাংলায় পেয়েছেন ৯০। গ্রেড পার্সেনটাইল ৯৯.৩৫। দ্বিতীয় ভাষা ইংলিশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮। গ্রেড পার্সেনটাইল ৯৯.৯২। অর্থনীতি ছিল তাঁর বিষয়। তাতে পেয়েছেন পূর্ণমান ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। অঙ্কে পেয়েছেন ১০০ য় ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। স্ট্যাটিসটিকসে পেয়েছেন ১০০। গ্রেড পার্সেনটাইল ১০০। কম্পিউটার সায়েন্সে পেয়েছেন ৯৮ । গ্রেড পার্সেনটাইল ৯৯.৭৬।
প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করে ফলঘোষণা করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ঘোষণা করা হয় প্রথম থেকে দশম স্থানাধিকারীদের নাম। এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন পড়ুয়া রয়েছেন, গতবছর যে সংখ্যা ছিল ২৭২। মেধাতালিকায় এ বার প্রথম দশে হুগলি থেকে ১৮ জন রয়েছেন। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। পাসের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে রয়েছে কলকাতা। ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের হারে ৯৯ শতাংশ পেয়েছেন। উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের কামাখাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস এবং বালুরঘাট ললিত মোহনের শ্রেয়া মল্লিক। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।
উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছেন তিন জন, বালুরঘাটের ডঙ্গরহাট হাইস্কুলের সৃজিতা বসাক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইছাপুর হাইস্কুলের প্রেরণা পাল। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। ৯৮.৬ শতাংশ হারে নম্বর পেয়েছেন তাঁরা। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা পঞ্চম হয়েছেন যাঁরা, তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯২। শতাংশের হারে ৯৮.৪। পঞ্চম স্থানে রয়েছেন, কৌস্তভ কুন্ডু, হৃষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা ঘড়াই, অনন্যা সামন্ত।
আরও পড়ুন: Dream Meaning: আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?