কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের বিবৃতিতে এবার উঠছে সেই প্রশ্ন। 


আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? রাজপথের পর এবার কি ডাক্তারদের আন্দোলন ব্রিগেড গ্রাউন্ডে? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা। ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিচার ও ১০ দফা দাবি সামনে রেখে কর্মবিরতি, স্বাস্থ্যভবন থেকে শুরু করে লালবাজারের সামনে ধর্না অবস্থান, ধর্মতলার মঞ্চে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।                                        


মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভালের দিনই রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। বিচারের দাবিতে পথে নামে কাতারে কাতারে সাধারণ মানুষ। এরপরই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর। সেদিন আর কোথাও নয়, আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দখল নেবেন এ বিশ্বাস আমার আছে। চিকিৎসক তমোনাশ ঘোষ বলেন, "আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করব একদিন। আমাদের সংগঠনের অনেক সদস্য বলছেন ব্রিগেডে প্যারেড গ্রাউন্ড মিটিং করতে পারি না। নিজেদের মধ্যে আলোচনা করেছি যে এখনও সেই সময় আসেনি। শুধু কলকাতা না অনেক শহরেই দ্রোহের কার্নিভাল হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তা দরকার পড়লে ব্রিগেডে আসতে হবে হয়ত একদিন।''


চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলেন, "রানি রাসমণির পক্ষে বেশি লোক চলে এসেছিল। প্রায় লাখখানেক। এটা একটা রূপক। এটা যেন আমাদের না করতে হয়। তার আগেই যেন বিচারটা আসে। যারা না খেয়ে আছে তাদের ১০ দফা দাবি যেন সরকার মেনে নেয়। যদি মেনে নেয় তারপরে যে বিরাট ব্যাপারটা হবে সেটার জন্য ব্রিগেড ছাড়া অন্য জায়গার কথা ভাবা যাচ্ছে না।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Hunger Strike: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জুনিয়ররা, প্রতীকী অনশনে দুই সিনিয়র