সঞ্চয়ন মিত্র, ভাস্কর মুখোপাধ্যায় ও কমলকৃষ্ণ দে, কলকাতা: চৈত্রের শেষে পুড়ছে বাংলা (West Bengal)। তীব্র গরমের মধ্যে আলিপুরে (Alipur) এক গাড়ি চালকের মৃত্যু। আগামী কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া (Weather) দফতর। প্রখর দাবদাহ এড়াতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা জারি করেছে বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।


মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য! গ্রীষ্মের শুরু হতে এখনও ক'দিন বাকি, এরই মধ্যে দারুণ দহন! মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য! হাওয়া যেন আগুনের হলকা! চৈত্রের শেষে কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। বাঁকুড়াতেও তাপমাত্রার পারদ পৌঁছল ৪০ ডিগ্রিতে। 


 গাড়িচালকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য: এর মধ্যেই আলিপুর জাজেস কোর্টের এক আইনজীবীর গাড়িচালকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য ছড়াল। তীব্র গরমের মধ্যে চালকের আসনে বসেই অজ্ঞান হয়ে পড়েন বাটানগরের বাসিন্দা ৭০ বছরের সমীর চৌধুরী। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


প্রচণ্ড গরমের কারণেই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। গত কয়েকদিনেক ঠাঠা গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মধ্যে আরও অস্বস্তিকর অবস্থার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকবার্তা জারি করা হল।  এখনই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি, আগামী ৫ দিনে তা আরও বাড়বে।  


শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে: পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া বইবে দক্ষিণবঙ্গে। বুধবারও গরমে পুড়েছে বাংলা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি, সবচেয়ে বেশি গরম ছিল বাঁকুড়ায়। সেখানে তাপমাত্রার পারদ ৪০ পেরোল। বর্ধমান ও শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিংয়ে ৪০ ডিগ্রি ও পানাগড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।


আগামী কয়েকদিনে উত্তোরত্তর বাড়বে গরম। বৃহস্পতিবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


শুক্রবার থেকে রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে মর্নিং শিফটে ক্লাস করানোর নির্দেশিকা দিল বীরভূম ও বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বীরভূম ও বর্ধমানের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোম থেকে শুক্রবার সকাল ৬.৩০-১১টা পর্যন্ত ও শনিবার ৯.৩০টা পর্যন্ত ক্লাস চলবে।