কলকাতা: লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ জে পি নাড্ডা। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে অমিত শাহ ও জে পি নাড্ডা। প্রাথর্নার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডা (J P Nadda)।


বঙ্গ সফরে নাড্ডা-শাহ: গোটা রাজ্য়ে যখন উৎসবের আমেজ তখনই বাংলায় বড় লড়াইয়ের জন্য় ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। এদিন বেলা ১২টা বেজে ৯ মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি। মন্দিরের ২ নম্বর গেটে রেড কার্পেট বিছিয়ে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। সেখানেও জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন বিজেপি নেতাদের সফর ঘিরে কালীঘাট মন্দিরে ছিল আটসাঁট নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা। 


বছর ঘুরলেই, লোকসভা ভোট। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা। মঙ্গলবার দিনভর তাঁদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। যার মধ্য়ে অন্য়তম, ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন প্রথমে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে যান অমিত শাহ ও জে পি নাড্ডা। সেখান থেকে বেরিয়ে হাঁটার সময় খানিক জনসংযোগও সেরে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর যান কালীঘাটে। কালীঘাট থেকে নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ, নাড্ডা। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজই দিল্লি ফেরার বিমান ধরবেন বিজেপির দুই নেতা।


কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে?


লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্য়াটেজি কী হবে? কীভাবে সাজানো হবে রণ-নীতি? সবথেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলোতে? প্রার্থী বাছাইয়ের কৌশল কী হবে? বিজেপি সূত্রে দাবি, এমনই একাধিক বিষয় নিয়ে, বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। যেখানে মূলত থাকবেন, বিজেপি জেলা ও জোনের দায়িত্বপ্রাপ্ত নেতা কোর কমিটির সদস্য় ও পর্যবেক্ষকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Dilip Ghosh: 'এটা কি কোনও ভাল উদাহরণ?' মিমিক্রিকাণ্ডে তোপ দিলীপের