সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : রাজ্যজুড়ে উৎসবের রেশ। পুজোয় (Durga Puja 2023) আলোর রোশনাই থেকে ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া। আনন্দময় আবহের মাঝেই রেষারেষি-মারপিট-ভাঙচুর। আতঙ্কের পরিবেশ। সল্টলেকের সুকান্তনগরে। খানিক উদ্বেগে এলাকার বাসিন্দারা। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।


ঘটনাক্রম পুজোর রাতে। রেষারেষিকে কেন্দ্র করে গভীর রাতে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। আর যারপর তৈরি হয় এক অনভিপ্রেত পরিস্থিতি। গাড়ি ভাঙচুর থেকে মারধর, বাদ গেল না কিছুই। সল্টলেকের (Saltlake) সুকান্তনগরে দুটি গাড়ির মধ্যে রেষারেষি চলছিল বলে খবর।


অভিযোগ, একটি গাড়ির কয়েকজন চড়াও হয় অপর গাড়ির যাত্রীদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ, বেধড়ক মারধরের অভিযোগ গাড়ির তিন আরোহীকে। পরে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভাঙচুর হওয়া গাড়িটিকে আটক করেছে পুলিশ (Police)। সিসিটিভির (CCTV Camera) সূত্র ধরে খোঁজ চলছে অপর গাড়িটির । 


পঞ্চমীর সকালেও বিপত্তি ঘটেছিল। বেপরোয়া গাড়ি উঠে যায় ফুটপাতের ওপর। আহত হন গাড়ির এক যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ তপসিয়া রোডে দুর্ঘটনা ঘটে। পার্ক সার্কাসের দিকে যাওয়ার সময়, ফুটপাতে উঠে যায় গাড়িটি। বেপরোয়া গতি নাকি, চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা, খতিয়ে দেখতে শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ। 


পুজোর মরশুমে একের পর এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। রাত জেগে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে আহত হন দম্পতি। গত ১৯ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়ায় জাপানি গেটের কাছে। দুই শিশু ও স্ত্রীকে নিয়ে গতকাল রাত ১১টা নাগাদ নিজের গাড়িতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাঁকড়ার বাসিন্দা কার্তিক গুপ্ত। ভোর ৫টা নাগাদ হাওড়া-আমতা রোডে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে যায় দম্পতির। তবে সেদিন অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু।                                                                                                         


আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা