ঝিলম করঞ্জাই, কলকাতা : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মলয় ঘটক (Malay Ghatak)। বিধানসভায় আচমকা অসুস্থ হয়ে যান আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁকে ভর্তি করা হয়েছে বেলভিউ হাসপাতালে (Belle Vue Hospital)। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন, হঠাৎই নেমে গেছে রক্তচাপ। বিধানসভা থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাসপাতালে আপদকালীন বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মলয় ঘটককে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা (Doctors)। যার পরেই তাঁকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকে রাহুল জৈনের তত্ত্বাবধানে ভর্তি করা হয় হাসপাতালে। কী কারণে রাজ্যের আইনমন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে, কী কারণে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, সেসবই খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে ভর্তি পরার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, কয়লাকাণ্ডে মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠায় ইডি। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৩ বার নোটিস পাঠিয়েছে তারা। একবারই ED’র সামনে হাজিরা দিয়েছেন মলয় ঘটক। উল্লেখ্য, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী শঙ্করের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে ইডি-র দাবি।
মলয় ঘটক, একাধারে আইন ও শ্রম মন্ত্রী, অন্যদিকে, খনি এলাকা আসানসোলের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল বিধায়ক। এমনিতেই নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া। তারমাঝে প্রত্যেকবারই বিভিন্ন কারণে তলব এড়িয়েছিলেন মলয় ঘটক।
আরও পড়ুন- অশ্লীল ভাষায় কবিতা, দিন-রাত দৌরাত্ম্য! আবাসিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন