Chandrayaan 3 Landing: বাধাবিঘ্ন নেই, গতি মসৃণ, নির্ধারিত সময়েই চন্দ্রপৃষ্ঠে অবতরণ, জানাল ISRO

Chandrayaan-3: মঙ্গলবার দুপুরে ট্যুইটারে (অধুনা X) একটি বিবৃতি প্রকাশ করে ISRO.

Continues below advertisement

নয়াদিল্লি: পরিস্থিতি অনুকুল না হলে, পিছিয়ে যেতে পারে অবতরণ। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানো নিয়ে একদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. সেই নিয়ে জল্পনার মধ্যেই সুখবর শোনাল তারা। জানাল, বুধবার পূর্ব নির্ধারিত সময়েই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো হবে চন্দ্রযান-৩ মহাকাশযানকে। (Chandrayaan 3 Landing)

Continues below advertisement

মঙ্গলবার দুপুরে ট্যুইটারে (অধুনা X) একটি বিবৃতি প্রকাশ করে ISRO. তাতে বলা হয়, 'চন্দ্রযান-৩ মহাকাশযান অভিযান: নির্ধারিত সময় অনুযায়ীই এগোবে। লাগাতার প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সবকিছু মসৃণ গতিতেই এগোচ্ছে। মিশন অপারেশনস কমপ্লেক্স (MOX) উত্তেজনায় এবং উৎসাহে ফুটছে। ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে'। (Chandrayaan-3)

আরও পড়ুন: Chandrayaan 3: চার বছরে ব্যর্থ তিনটি অভিযান, তাতেই বাড়তি সতর্কতা, চন্দ্রযান-৩ নিয়ে আত্মবিশ্বাসী ISRO

মাটি ছোঁয়ার আগে ল্যান্ডার 'বিক্রম' চন্দ্রপৃষ্ঠের যে একগুচ্ছ ছবি তুলেছে, সেগুলি পর পর সাজিয়ে ভিডিও-র আকারে এদিন প্রকাশ করে ISRO.  চন্দ্রপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার দূরত্বে, ল্যান্ডার পোজিশন ডিটেকশন ক্যামেরা থেকে সেগুলি তোলা হয়েছে ১৯ অগাস্ট। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে ISRO.  কোথাও কোনও সমস্যা নেই।

বুধবার সন্ধেয় চাঁদের বুকে চন্দ্রযান-৩ মহাকাশযানকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। ISRO জানিয়েছে, ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম'। আপাতত স্বাস্থ্য়পরীক্ষা চলছে মহাকাশযানের, যাতে অন্তিম মুহূর্তে কোনও বিপত্তি না বাধে।

ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)

Continues below advertisement
Sponsored Links by Taboola