West Bengal Live Blog: সন্দেশখালির তৃণমূল নেতার বাড়িতে ইডি, সংবাদমাধ্যমের উপর চড়াও দুষ্কৃতীরা, আক্রান্ত এবিপি আনন্দ
West Bengal Live News Updateসন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে সংবাদমাধ্যমের উপর চড়াও দুষ্কৃতীরা। আক্রান্ত এবিপি আনন্দ। চুরমার গাড়ি, ক্যামেরা। আহত চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়, গাড়িচালক পঙ্কজ।
বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ফের গা ঢাকা দিল শীত। কলকাতায় এক ধাক্কায় এক ডিগ্রি চড়ল পারদ।বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে।
প্রাথমিকের প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিপ্রাপকদের একাংশ। ৩ জানুয়ারি ১০ দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু। বিচারপতি অমৃতা সিন্হার ৩ জানুয়ারির নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। বুধবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা নিয়ে, কড়া রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করুক আদালত, এই মর্মেই মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
সিপিএম কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু! ২০১১-র পর তৃণমূলে যোগ দিতেই রকেট গতিতে উত্থান! ব্লক সভাপতি থেকে একেবারে জেলা পরিষদের সদস্য! বিরোধীদের খুন, বিডিওকে নিগ্রহ, নিজের দলের মন্ত্রীকে মারধর-হেনস্থা থেকে ইডি-সিআরপিএফ ও সংবাদমাধ্য়মের ওপর হামলা। বারবার অভিযোগের আঙুল উঠেছে, সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু তারপরেও বহাল তবিয়তে রয়েছেন তৃণমূলের এই নেতা।
কোচবিহারের দিনহাটায় আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যেতে সুকান্ত মজুমদারকে বাধা দিল পুলিশ। পুলিশের সঙ্গে বচসায় জ়ড়ালেন বিজেপির রাজ্য় সভাপতি। প্রতিবাদে ৪৫ মিনিট রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি। অন্য়দিকে, হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ রক্ষাকবচ খারিজ করে দেওয়ায় নিশীথ প্রামাণিকের গ্রেফতারির দাবিতে দিনহাটা থানায় ডেপুটেশন জমা দিল তৃণমূল।
রাজ্যপাল কেন ঘোষণা করছেন না, রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। কর্তব্য় পালনে সরকার ব্য়র্থ হলে, সংবিধান অনুযায়ী তিনি পদক্ষেপ করবেন। প্রশাসনকে সতর্কবার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কেন্দ্রীয় এজেন্সিকে এরাজ্যে এমন আক্রমণ এই প্রথম। কিন্তু অনেকেই বলছেন, এর প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল আগেই। এর আগে রাজ্যে একাধিকবার আক্রমণের মুখে পড়তে হয়েছে উর্দিধারীদের। তার প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নেওয়ার নজিরও তেমন নেই। দিনের পর দিন এই সাহসের ফলশ্রুতিই কি সন্দেশখালি? প্রশ্ন তুলছেন অনেকেই।
সন্দেশখালিকাণ্ড নিয়ে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। 'রাজ্যে কোনও আইনশৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকাতে মানুষের পয়সা খরচ করে মামলা করা হচ্ছিল।তদন্তের আদেশ দিলেই সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছিল। তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকারের কত কোটি টাকা খরচ হল। ইডি যার খোঁজে গিয়েছিল, রাত ১২টার মধ্যে ইডি অফিসে গিয়ে তাঁর হাজিরা দেওয়া উচিত', সন্দেশখালির ঘটনা নিয়ে কল্যাণীর অনুষ্ঠানে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
সন্দেশখালির ঘটনায় মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে?' সন্দেশখালির ঘটনায় প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কীভাবে হবে? প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
সন্দেশখালিতে কাদের তাণ্ডব? এক্স হ্যান্ডলে অভিযুক্তদের ছবি পোস্ট শুভেন্দু অধিকারীর। এনআইএ তদন্ত দাবি বিরোধী দলনেতার
তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালিতে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পেল না কেউই। খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ, ভাঙা হল ক্যামেরা, গাড়ি। এবিপি আনন্দর চিত্র সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর দুষ্কৃতীদের।
একাধিক অফিসারের এখনও খোঁজ পাচ্ছে না ইডি। ব্যবস্থা নিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল। শাহকে ফোনে জানালেন শুভেন্দু। চিঠি সুকান্তর। রাজধর্ম পালন করুক সরকার, বার্তা রাজ্যপালের।
সুকান্ত মজুমদারের সফর ঘিরে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। দিনহাটায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতিকে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা, রাস্তায় বসে বিক্ষোভ
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা ঘিরে দুষ্কৃতী তাণ্ডব। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিকে তলব রাজ্যপালের। রাজভবনে ডেকে পাঠালেন সিভি আনন্দ বোস
এবিপি আনন্দের চিত্রসাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধর, কেড়ে নিয়ে ভেঙে দেওয়া হল ক্যামেরা। ইডির ভাঙা গাড়িতে চড়ে পালিয়ে প্রাণ বাঁচালেন এবিপি আনন্দের প্রতিনিধি। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা: তৃণমূল নেতা ( TMC ) শেখ শাহজাহনের ( TMC leader SK Shahjahan) বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। আর সেখানেই পেশাগত দায়িত্বপালনে গিয়ে ভয়ঙ্কর রকম আহত হন এবিপি আনন্দর প্রতিনিধিরা। কর্তব্যরত চিত্র সাংবাদিককে কিছু বুঝতে না দিয়েই শুরু হয়ে যায় বেধড়ক মার। ঝাঁপিয়ে পড়ে মারমুখী জনতা। রেশন দুর্নীতির তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। আর সেখানে ইডি-কে রুখতে ভয়ঙ্কর রোষে ঝাঁপিয়ে পড়ে তাঁর অনুগামীরা। প্রায় প্রাণভয়ে পালাতে শুরু করেন ইডি অফিসাররা। আর তখনই যাবতীয় রাগ উগরে দেওয়া হয় সংবাদমাধ্যমের কর্মীদের উপর। তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। তারপরই খবর করতে গেলে এবিপি আনন্দর চিত্র সাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় ক্যামেরা। কেড়ে নেওয়া হয় লাইভ সম্প্রচারের সরঞ্জাম। ছিনতাই করে নেওয়া হয় এবিপি আনন্দর প্রতিনিধি সন্দীপ সরকারের মোবাইল ফোন। জানতে চাওয়া হয় ফোনের পাসওয়ার্ড। তা জানাতে না চাইলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। তারপর পাসওয়ার্ড বলতে হয়। এরপর তাঁদের মারতে মারতে গ্রামের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কোনওরকমে প্রাণ হাতে নিয়ে দৌড় দিতে হয় সাংবাদিকদের। গাড়ির চালককেও মারধর করা হয়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবিপি আনন্দর গাড়ি। আক্রান্ত হয় অন্যান্য সংবাদমাধ্যমও। অন্য একটি সংবাদমাধ্যমের গাড়ির ড্রাইভারকে বেধড়ক মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। তাঁকে নিয়ে যেতে হয় হাসপাতালে।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি ও শ্বশুরবাড়িতে হানা দিলেন তদন্তাকারী আধিকারিকরা। সকাল সকাল বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে চলছে তল্লাশি। এর পাশাপাশি শঙ্কর আঢ্যর ভাইয়ের আইসক্রিম কারখানা এবং তাঁর দুই কর্মচারীর বাড়িতেও পৌছে গেছেন ইডি-র আধিকারিকরা।
আরও পড়ুন: 12th Fail: মুক্তির ৩ দিনের মধ্যেই সেরার শিরোপা, হটস্টারে 'মোস্ট ওয়াচড' 12th Fail
- - - - - - - - - Advertisement - - - - - - - - -