West Bengal News Live Updates: অভিষেকের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল

West Bengal Live Updates for 04-10-23: বিষ্ণুপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভায় মঞ্চে বসে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ভাইরাল এই ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা

ABP Ananda Last Updated: 04 Oct 2023 11:47 PM

প্রেক্ষাপট

কলকাতা: কৃষি ভবনে কুরুক্ষেত্র! মঙ্গলবার নির্ধারিত সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee)  নেতৃত্বে, কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে পাঁজাকোলা করে, টেনে হিঁচ়ড়ে...More

West Bengal News Live Updates: ফিরহাদ নিয়ে প্রশ্ন তুলে সরকারকে চিঠি রাজ্যপালের

রাজ্যপালের পত্রাঘাত, পাল্টা জবাব মেয়রের। 'মন্ত্রী-মেয়র, ২ পদে থেকেই কি আর্থিকভাবে লাভবান?' ফিরহাদ নিয়ে প্রশ্ন তুলে সরকারকে চিঠি রাজ্যপালের।