West Bengal News Live Updates: অভিষেকের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল

West Bengal Live Updates for 04-10-23: বিষ্ণুপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভায় মঞ্চে বসে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ভাইরাল এই ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা

ABP Ananda Last Updated: 04 Oct 2023 11:47 PM
West Bengal News Live Updates: ফিরহাদ নিয়ে প্রশ্ন তুলে সরকারকে চিঠি রাজ্যপালের

রাজ্যপালের পত্রাঘাত, পাল্টা জবাব মেয়রের। 'মন্ত্রী-মেয়র, ২ পদে থেকেই কি আর্থিকভাবে লাভবান?' ফিরহাদ নিয়ে প্রশ্ন তুলে সরকারকে চিঠি রাজ্যপালের। 

WB News Live Updates: সিকিমে দুর্যোগ, ফুঁসছে তিস্তা, জারি লাল সতর্কতা

ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পং-ও। জলের তো়ড়ে ধসে গেছে রাস্তা। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার ওপর দিয়েই বইছে জল। সমপূর্ণ বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে, তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় গজলডোবা, জলপাইগুড়ি় সহ তিস্তা তীরবর্তী এলাকাগুলি লাল সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal News Live Updates: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয়, উদ্বেগের পরিস্থিতি উত্তরবঙ্গেও

মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয়। নিখোঁজ ২৩ সেনা জওয়ান, গভীর উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে সিকিম সরকারকে সহযোগিতার আশ্বাস। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় মোকাবিলায় মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে নির্দেশ। সিকিমে আটকে রয়েছেন বাংলার অন্তত ২ হাজার পর্যটক। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। বিপর্যয় মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর - ০৩৩-২২১৪৩৫২৬। পর্যটন দফতরের কন্ট্রোল রুমের নম্বর - ১৮০০-২১২-১৬৫৫ ও ৯০৫১৮৮৮১৭১। 

WB News Live Updates: সম্পত্তির খতিয়ান নিয়ে হাইকোর্টে ধোপে টিকল না অভিষেকের আইনজীবীর যুক্তি

বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ইডির সমনে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। সম্পত্তির খতিয়ান নিয়ে হাইকোর্টে ধোপে টিকল না অভিষেকের আইনজীবীর যুক্তি। 'বিচারপতি সিন্হা যে নির্দেশ ইডি-কে দিয়েছেন, তাতে আপনার অসুবিধা কোথায়?'

West Bengal News Live Updates: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির। সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। ১১ অক্টোবর তলব রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় সপরিবারে ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে মা-বাবাকে তলব। ভয় পেয়েছে বিজেপি, আক্রমণে তৃণমূল। এবার অন্তত পদক্ষেপ হোক, পাল্টা বিজেপি। 

WB News Live Updates: অভিষেকের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল

অভিষেকের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল। উত্তরবঙ্গের প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন সিভি আনন্দ বোস। কলকাতায় না ফিরে উত্তরবঙ্গ থেকেই দিল্লি ফিরবেন রাজ্যপাল। দিল্লি থেকে কাল ভোরে উত্তরবঙ্গে, সন্ধেতেই দিল্লি ফিরবেন রাজ্যপাল। 

West Bengal News Live Updates: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নর্থ সিকিমের লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি

সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নর্থ সিকিমের লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানভাসি লাচেন। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছ।

WB News Live Updates: গড়িয়া শ্মশানের কাছে হঠাৎ রাস্তায় ধস

গড়িয়া শ্মশানের কাছে হঠাৎ রাস্তায় ধস। বৃষ্টির মধ্যেই গড়িয়ার রাস্তায় ৪ ফুটের মতো ধস। ধসের জেরে বেশ কিছুক্ষণর জন্য তৈরি হয় যানজট। এরপর পুরসভায় খবর দেওয়ার পর বালি দিয়ে ভরাট করা হয়েছে গর্ত। 

West Bengal News Live Updates: বিজেপির মাটি সংগ্রহ কর্মসূচি ঘিরে আসানসোলে তীব্র উত্তেজনা

বিজেপির মাটি সংগ্রহ কর্মসূচি ঘিরে আসানসোলে তীব্র উত্তেজনা। ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের। ব্যারিকেড ভেঙে মিছিল বিজেপির, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল গ্রেফতার। গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। 

WB News Live Updates: ডেঙ্গি-ম্যালেরিয়ার মধ্যেই এবার কালাজ্বরে মৃত্যু!

ডেঙ্গি-ম্যালেরিয়ার মধ্যেই এবার কালাজ্বরে মৃত্যু! ট্রপিক্যাল মেডিসিনে কালাজ্বরে বালির বাসিন্দার মৃত্যু । সোমবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি, আজ দুপুরে মৃত্যু। চলতি বছরে কালাজ্বরে আক্রান্ত ১১ জন, ১ জনের মৃত্যু। 

West Bengal News Live Updates: চিকিৎসককে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা

চিকিৎসককে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা। পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। মাওবাদী কমিটির নামে চিঠি পাঠানো হয় এক দন্ত চিকিৎসককে। চিঠি পাঠানো হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসককে অপর্ণা মুখোপাধ্যায়কে। ৫ লক্ষ টাকা দাবি করে চিঠি পাঠানো হয় চিকিৎসককে। টাকা না দিলে বা প্রশাসনকে জানানো হলে খুনের হুমকিও দেওয়া হয় চিঠিতে। ভাতার থানার অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। 

WB News Live Updates: কৃষিভবনের সিসি ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের

'গতকাল 6টায় গিয়েছিলাম, দেড় ঘণ্টা পরেও দেখা করেননি'। 'ঝামেলা করতে গেলে ৫ হাজার লোক ছিল'। কৃষিভবনের সিসি ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের। 'প্রত্যেকের পরিচয়পত্র দেখে কৃষি ভবনে প্রবেশ করতে দেওয়া হয়'। 'দিল্লি পুলিশ দিয়ে ধমকানো-চমকানো হয়, ছাড় পাননি মহিলারাও'। 'আড়াই ঘণ্টা অপেক্ষা করিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী'। 'ক্ষমতা থাকলে সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে'। 

West Bengal News Live Updates: জেলা কমিটি গঠন ঘিরে ফের বিজেপিতে 'বিদ্রোহ', ফুঁসে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা

জেলা কমিটি গঠন ঘিরে ফের বিজেপিতে 'বিদ্রোহ'। বিধায়ক অসীম সরকারের পর ফুঁসে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। সমাজ মাধ্যমে রাজ্য নেতৃত্বকে 'বিভীষণ' বলে আক্রমণ। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কমিটি গঠনের পরই নেতৃত্বকে নিশানা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলেও কাজ না হওয়ার অভিযোগ। 

WB News Live Updates: মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয়, গভীর উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয়। নিখোঁজ ২৩ সেনা জওয়ান, গভীর উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে সিকিম সরকারকে সহযোগিতার আশ্বাস। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যয় মোকাবিলায় মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে নির্দেশ। সিকিমে আটকে রয়েছেন বাংলার অন্তত ২ হাজার পর্যটক। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। বিপর্যয় মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর - ০৩৩-২২১৪৩৫২৬। পর্যটন দফতরের কন্ট্রোল রুমের নম্বর - ১৮০০-২১২-১৬৫৫ ও ৯০৫১৮৮৮১৭১। 

West Bengal News Live Updates: সিঙ্গল বেঞ্চের পরে এবার ইডির ভূমিকায় সন্দেহ ডিভিশন বেঞ্চেরও

সিঙ্গল বেঞ্চের পরে এবার ইডির ভূমিকায় সন্দেহ ডিভিশন বেঞ্চেরও। 'সিঙ্গল বেঞ্চের নির্দেশ দেখে মনে হচ্ছে ইডি নবিশের মতো আচরণ করছে', 'হয় তারা এই তদন্তে নবিশ, না হলে তদন্তের নির্দিষ্ট অংশে ঢুকতে চায় না', '১৫ মাস ধরে তদন্ত অগ্রগতি না হলে আদালত কিছু বলতে পারবে না?' 'দেখে তো মনে হচ্ছে ইডি এই তদন্তের ক্ষেত্রে যোগ্য নয়', 'তদন্ত স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিনা, সেটা দেখাও আদালতের কাজ'। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ভূমিকায় প্রশ্ন এবার বিচারপতি সৌমেন সেনের। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে প্রশ্নের মুখে অভিষেকও। অভিষেককে ইডির সমনে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।

WB News Live Updates: ৯ অক্টোবর অভিষেককে ইডির সমন, পিছিয়ে যেতে পারে হাজিরা?

৯ অক্টোবর অভিষেককে ইডির সমন, পিছিয়ে যেতে পারে হাজিরা? ৯ অক্টোবরের বদলে ১২ অক্টোবর সিজিও কমপ্লেক্সে অভিষেকের হাজিরা?
'সিঙ্গল বেঞ্চ যাই মন্তব্য করুন, এই মুহূর্তে সমনের উপরে হস্তক্ষেপ নয়'। এই মুহূর্তে সমনের উপরে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে মনে করছি না'। নথি না পেলে তদন্ত সঠিক পথে চালিত হবে না: ডিভিশন বেঞ্চ। 'যে নথি চাওয়া হয়েছে, সেগুলি জমা দিতে ২ সপ্তাহ সময় লাগবে', হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেকের আইনজীবীর সওয়াল। ঠিক আছে, ১২ অক্টোবর যান, মন্তব্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 'নথি দেওয়ার জন্য বাড়তি সময় চাইলে, আরও ২ সপ্তাহ সময় দেওয়া যেতে পারে', চাইলে আগেও নথি পাঠিয়ে দিতে পারেন অভিষেক, পর্যবেক্ষণ হাইকোর্টের। 

West Bengal News Live Updates: রাজ্য সরকারের বিরুদ্ধে হেনস্থা এবং ষড়যন্ত্রের অভিযোগ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধির

রাজ্য সরকারের বিরুদ্ধে হেনস্থা এবং ষড়যন্ত্রের অভিযোগ। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি মমতা কুমারীর। শ্রীরামপুরে মহিলার ওপর অ্যাসিড হামলার ঘটনায় তদন্তে কলকাতায় আসেন মমতা কুমারী। শ্রীরামপুর যাওয়ার জন্য রাজ্য সরকারের তরফে গাড়ি পাঠানোর কথা ছিল। মমতা কুমারীর অভিযোগ গাড়ির জন্য তাঁকে প্রায় দেড়ঘন্টা অপেক্ষা করতে হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। মমতা কুমারীর অভিযোগ রাজ্য সরকার চাইছে না জাতীয় মহিলা কমিশন এই ঘটনার তদন্ত করুক। 

WB News Live Updates: গজলডোবায় তিস্তা ব্যারাজে ৩টি দেহ উদ্ধার

গজলডোবায় তিস্তা ব্যারাজে ৩টি দেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় ২জন পুরুষ ও ১ মহিলার দেহ উদ্ধার। সিকিমের সিংটামেও ৩টি দেহ উদ্ধার হয়। সিকিমের হড়পা বানে দেহগুলি ভেসে এসেছে কিনা তদন্তে পুলিশ। এখনও পর্যন্ত ২৯ জন সেনা জওয়ান নিখোঁজ। 

West Bengal Live News Updates: কলকাতায় ফের ডেঙ্গির বলি, পাটুলিতে মৃত্যু ১০ বছরের বালিকার

কলকাতায় ফের ডেঙ্গির বলি। পাটুলিতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০ বছরের বালিকার মৃত্যু। মৃতার নাম তিথি হালদার। শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তিথিকে। আজ সকালে বালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। 

West Bengal Live Updates: ফের শহরে মর্মান্তিক দুর্ঘটনা, বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

ফের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। বেসরকারি বাসের ধাক্কায় গড়িয়া মোড়ে অজ্ঞাতপরিচয় প্রৌঢ়ের মৃত্যু। বেপরোয়াভাবে বাস ঘোরাতে গিয়েই দুর্ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বাসটিকে আটক করেছে নেতাজি নগর থানার পুলিশ। বাসের চালক-কন্ডাক্টর পলাতক। উল্টোডাঙা-গড়িয়াগামী বাসটির রুট পারমিট আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal Live News Updates: মত্ত অবস্থায় SSKM হাসপাতালে ডিউটি, মারধর, গালিগালাজের অভিযোগ কর্তব্য়রত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

মত্ত অবস্থায় SSKM হাসপাতালে ডিউটি! রোগীর পরিজনদের মারধর, গালিগালাজ ও তাঁদের উদ্দেশে অভব্য় আচরণ করার অভিযোগ উঠল কর্তব্য়রত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযোগকারী রোগীর পরিজনদের দাবি, মঙ্গলবার রাতে, SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের বাইরে, ডিউটিতে থাকা ওই পুলিশ কর্মী অসংলগ্ন আচরণ করছিলেন। অভিযোগ আচমকা রোগীর পরিজনদের উদ্দেশে গালিগালাজ এমনকী মারধরও করেন উজ্জ্বল সিংহ নামে ওই পুলিশ কনস্টেবল।ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর পরিজনরা। হাওড়ার বাসিন্দা এক রোগীর পরিবার ভবানীপুর থানায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ জানান। ক্লোজ করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে। SSKM-এর ডিউটি থেকে সরিয়ে তাঁকে পাঠানো হয়েছে ডিভিশনে।

West Bengal Live Updates: পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল

দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়দের দিল্লি পুলিশের হেনস্থার অভিযোগে বাংলায় তৃণমূলের বিক্ষোভ। দিল্লিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সহ তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থার প্রতিবাদ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামন পুকুরে, ৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তৃণমূল। বাঁকুড়ার  গঙ্গাজলঘাঁটিতেও পথ অবরোধ করে INTTUC. আজ সকাল সা়ড়ে ৭টায়, বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের দুর্লভপুর মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। বীরভূমের রামপুরহাটে পাঁচ মাথা মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল।পশ্চিম মেদিনীপুরের মাধপুরে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ । দুর্গাপুর রেল লাইনে বসে প্রতিবাদ তৃণমূল সমর্থকদের। বসিরহাটের ভ্যাবলা স্টেশনে বিক্ষোভ। কোচবিহার, রামপুরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ারেও তৃণমূল কর্মীদের বিক্ষোভ।

West Bengal Live News Updates: সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা

সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নর্থ সিকিমের লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানভাসি লাচেন। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছ।

West Bengal Live Updates: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণামতোই থাকলেন দলের কর্মসূচিতে। অন্যদিকে, বিচারপতি অমৃতা সিন্হার একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবী। যদিও, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এদিন প্রশ্ন করে, অভিষেক যে ইডির তলবে যাচ্ছেন না, সেটা আগে জানানো হয়নি কেন?

West Bengal Live News Updates: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কেও তলব ইডির

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কেও তলব ইডির, খবর সূত্রের। আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবার সঙ্গে রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। নিয়োগ-দুর্নীতিকে ইডির হাতে আসা তথ্যের ভিত্তিতেই হবে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড করা হবে রুজিরা বন্দ্য়োপাধ্য়ায়ের

West Bengal Live Updates: দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায় উদয়নারায়ণপুরে প্লাবনের আশঙ্কা

দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায়, উদয়নারায়ণপুরে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দামোদরের জল বাঁধ টপকে উদয়নারায়ণপুরের ডিভুশুট, কুরচি শিবপুর, টোকাপুর, হোদল, হরিহরপুর, শিবানীপুর সহ একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে। ডিভুশুট রাস্তার ওপর দিয়ে বইছে জল। চাষের জমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পুজোর মুখে বন্য়ার আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এলাকায় পৌঁছেছে NDRF-এর টিম। ত্রাণ শিবিরে যাওয়ার জন্য় প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে। আজও দুর্গাপুর ব্য়ারেজ থেকে জল ছাড়া হয়েছে। সকাল ৮টায় ১ লক্ষ ১ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়।  

WB News Live: ফের ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল ডিভিসি

পুজোর মুখে বঙ্গে দুর্যোগ-ভ্রুকুটি। অভিমুখ বদলে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফিরছে নিম্নচাপ। রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়েছে তিস্তায়। ফের ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা।

West Bengal Live Updates: বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি, খোঁজ মিলছে না ২৩ জওয়ানের

বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছ। ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পং-ও। জলের তো়ড়ে ধসে গেছে রাস্তা। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। 
শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার ওপর দিয়েই বইছে জল। সমপূর্ণ বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে, তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় গজলডোবা, জলপাইগুড়ি় সহ তিস্তা তীরবর্তী এলাকাগুলি লাল সতর্কতা জারি করা হয়েছে

WB News Live: নর্থ সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি, স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা

সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নর্থ সিকিমের লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।  বানভাসি লাচেন।

West Bengal Live Updates: দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়দের দিল্লি পুলিশের হেনস্থার অভিযোগে বাংলায় তৃণমূলের বিক্ষোভ

দিল্লির কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়দের দিল্লি পুলিশের হেনস্থার অভিযোগে বাংলায় তৃণমূলের বিক্ষোভ। গতকাল রাতের পর আজ সকাল হতেই গঙ্গাজলঘাটি ও দাঁতনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল প্রতিবাদ।

WB News Live Updates: '১০০ দিনের টাকা থেকে যারা বঞ্চিতদের টাকা ৬ মাসের মধ্যে সুদ সমেত দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল', দাবি অভিষেকের

১০০ দিনের টাকা থেকে যারা বঞ্চিতদের টাকা ৬ মাসের মধ্যে সুদ সমেত দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। দিল্লির পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'রাজভবন চলো'র ডাক। কাল ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার হুঙ্কার অভিষেকের। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal Live Updates: 'গণতন্ত্রের জন্য একটি অন্ধকার', সোশ্যাল মিডিয়ায় লিখলেন মমতা

দিল্লিকাণ্ডে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী। 'আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার, অশুভ দিন। বাংলার মানুষের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ বিসর্জন দেওয়া হয়েছে', সোশ্যাল মিডিয়ায় লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিল হুগলি রিভারব্রিজ কমিশন

দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিল হুগলি রিভারব্রিজ কমিশন। সূত্রের খবর, নভেম্বরের ১ তারিখ থেকে কাজ শুরু হয়ে চলবে ৬ মাস। ততদিন, ৬ লেনের রাস্তার মধ্য়ে ২টি লেন দিয়ে চলতে পারবে ছোট গাড়ি। বড় গাড়ি চলবে ঘুরপথে। 

প্রেক্ষাপট

কলকাতা: কৃষি ভবনে কুরুক্ষেত্র! মঙ্গলবার নির্ধারিত সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee)  নেতৃত্বে, কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে পাঁজাকোলা করে, টেনে হিঁচ়ড়ে বার করে, তাঁদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। বেশ কিছুক্ষণ পর পুলিশ লাইন থেকে ছাড়া পান অভিষেক-সহ তৃণমূল নেতারা। অন্যদিকে, বিষ্ণুপুরের প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎকুমার কোলের স্মরণসভায় মঞ্চে বসে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। (Soumitra Khan) ভাইরাল এই ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। লোকসভা ভোটের আগেই কি শিবির বদলাতে পারেন তিনি? উত্তরে বিষ্ণুপুরের সাংসদ সিলমোহর দেননি ঠিকই, তেমনই আবার জল্পনা নস্যাৎ-ও করে দেননি! কংগ্রেস আবার বলছে, বাড়ির ছেলে বাড়ি এলে ক্ষতি কী? দিনভর আজ নজর থাকবে কোন কোন খবরে? সব খবর সবার আগে জানতে নজর রাখুন এবিপি লাইভে


কৃষি ভবনে কুরুক্ষেত্র! মঙ্গলবার নির্ধারিত সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দেখা না পাওয়ার অভিযোগে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে, কৃষি ভবনেই অবস্থানে বসে তৃণমূল। সেখান থেকে পাঁজাকোলা করে, টেনে হিঁচ়ড়ে বার করে, তাঁদের আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ। বেশ কিছুক্ষণ পর পুলিশ লাইন থেকে ছাড়া পান অভিষেক-সহ তৃণমূল নেতারা। শুভেন্দুর সঙ্গে দেখা করলেও বাংলার বঞ্চিতদের সঙ্গে দেখা না করে পালিয়ে গেছেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, দাবি অভিষেকের। যদিও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করেন, তিনি পালিয়ে যাননি, তাঁর মন্ত্রকেই ছিলেন। আলোচনা নয়, রাজনীতি করতে চেয়েছে তৃণমূল, দাবি নিরঞ্জন জ্যোতির।


দিল্লিকাণ্ডে ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee) 'আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার, অশুভ দিন। বাংলার মানুষের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ বিসর্জন দেওয়া হয়েছে। প্রথমত, বাংলার গরিব মানুষের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে। আমাদের প্রতিনিধি দল শান্তিপূর্ণ প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে নির্মম ব্যবহার করা হয়েছে। প্রথমে রাজঘাট, তারপর কৃষি ভবনে দিল্লি পুলিশ নির্লজ্জ ভাবে হেনস্থা করেছে।অপরাধীদের মতো পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ তাঁরা ক্ষমতার সামনে সত্য কথা বলার সাহস দেখিয়েছিল। বিজেপির ঔদ্ধত্যের কোনও সীমা নেই, অহঙ্কার ওদের অন্ধ করে দিয়েছে। বাংলার কণ্ঠস্বরকে দমন করতে ওঁরা সব সীমা অতিক্রম করছে!' সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


আরও পড়ুন: Weather Update: বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.