সিঙ্গুর: সম্প্রতি প্রয়াত হয়েছেন রতন টাটা (Ratan Tata)। শুক্রবার তাঁর ছবি নিয়ে সিঙ্গুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে শোক মিছিল করল বিজেপি (BJP)। হল সভাও। যেখানে থেকে সিঙ্গুর (Singur) থেকে টাটা গোষ্ঠীকে তাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস (TMC) ও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দায়ী করে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি রাজ্যের ক্ষমতা এলে সিঙ্গুরে টাটা গোষ্ঠীকে ফিরিয়ে আনার দাবিও করলেন সভা মঞ্চ থেকে। সঙ্গে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়ও। তাঁদের সঙ্গে সিঙ্গুরের রাস্তায় রতন টাটার ছবি হাতে নিয়ে মিছিল করলেন বিজেপির স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকরাও।
শুক্রবার এই বিষয়ে পুরনো দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেগে শুভেন্দু বললেন, "সিঙ্গুরে না হল শিল্প, না হল কৃষি। রতন টাটাজিকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ঢোকার সুযোগ করে দিয়েছিল বামেরা। সিপিএম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে ঢোকার সুযোগ করে দিয়েছে। সেই সময় অনশনের নাটক করা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না মঞ্চ থেকে মেরে তুলে দিলে আজ এই অবস্থা হত না। পাশাপাশি জমির বর্গাদারদের ক্ষতিপূর্ণ না দেওয়া সিদ্ধান্তও বড় ভুল ছিল সিপিএমের। তাদের ভুলভাল সিদ্ধান্ত আর উল্টোপাল্টা কাজের জন্য সুযোগ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে শিল্প গড়ার বদলে রাজ্য ছাড়তে হয়েছিল রতন টাটাজিকে। তাঁকে তাড়ানোর পরে জমি ফিরে পাওয়ার পরে তৃণমূল বলেছিল এই জমিতে মাছ চাষ করবে। কৃষকরা জমি ফেরত পেলে তাঁদের মুখেও হাসি ফুটে উঠবে। কিন্তু, আজও পর্যন্ত না হয়েছে চাষ না ফিরেছে কৃষকদের মুখে হাসি। আসলে এই জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না। ইট,কাঠ আর লোহা রয়েছে জমির নিচে। সেখানে কি চাষ হয়। সেদিন টাটাদের তাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের সঙ্গে আজ বৈঠক করছেন সিপিএমের ডাক্তার নেতা। তাহলেই বুঝুন তলায় তলায় কী চলছে। এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে নির্মূল করতে হবে। তবে তার আগে নির্মূল করতে হবে সিপিএমকে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Udayan Guha: 'শিরদাঁড়া' বেঁকিয়ে দেওয়ার হুঁশিয়ারি উদয়ন গুহের, কাদের নিশানা ?