কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অফলাইনেই হবে এবছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক।


মার্চের সাত তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। করোনা আবহে জল্পনা ছিল জোড়া পরীক্ষা ঘিরে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা হবে অফলাইনেই।


বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা করতে হবে মার্চের ৪ তারিখের মধ্যে। মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আগের মতোই অন্য স্কুলে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে নিজের স্কুলে।



সূত্রের খবর, অল্প সময়ের এই বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যজুড়ে পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট। সূত্রের খবর, প্রশ্নের প্রতিলিপি বাইরে আসা এড়াতে এই পদক্ষেপ ছাড়াও, প্রশাসনকে আগেভাগেই সচেতন হতে বলা হয়েছে । পাশাপাশি প্রথামাফিক, পরীক্ষাকালে যাতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা না ঘটে । পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন যাতে থাকে, তা নিশ্চিত করতে বলা  হয়েছে । করোনা আবহে গতবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জোড়া পরীক্ষাই বাতিল করতে হয়েছিল । ফেব্রুয়ারির শুরু থেকেই স্কুল খুলেছে। এই প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতো দুটি বড় পরীক্ষা অফলাইনেই নিতে চায় পর্ষদ ও সংসদ । তা এদিনের বৈঠকে স্পষ্ঠ করে দেওয়া হয়েছে । 



ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পর্ষদ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, পার্শ্বশিক্ষকদের বাদ রাখা হচ্ছে নজরদারির দায়িত্ব থেকে, শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ থাকবে। করোনা আবহে পরীক্ষা। তাই বাড়ছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। সব মিলিয়ে দুই বছর পর রাজ্যে ২টি বড় পরীক্ষা। তাই সাবধানী রাজ্য।


দ্রুততম হাফসেঞ্চুরি! রেকর্ড গড়েও নির্লিপ্ত বাঙালি কন্যা


Education Loan Information:

Calculate Education Loan EMI