কলকাতা: ৯ সেপ্টেম্বর ২০১১। মুক্তি পেয়েছিল প্রেম ভালবাসা ও বন্ধুত্বের সমীকরণ নিয়ে তৈরি ছবি 'রংমিলান্তি' (Rang Milanti)। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন পাঁচ বন্ধু। গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), ইন্দ্রাশিস রায় (Indrasish Roy), গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), তানাজি দাশগুপ্ত (Tanaji Dasgupta) এবং ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। প্রায় সাড়ে দশ বছর পর সেই দলেরই হল 'রিইউনিয়ন' (Reunion)। ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।


মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন গৌরব চক্রবর্তী। এক ফ্রেমে পাঁচ বন্ধু ফের একসঙ্গে। ক্যাপশনে উল্লেখ করলেন তাঁদের সেই সিনেমার কথাও। লিখলেন, 'যখন রংমিলান্তি দল পুনর্মিলিত হয়... কী মজা হয়েছিল সেই সন্ধ্যায়।'


ছবিতে কমেন্ট করেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। লেখেন, 'আবার হোক এরকম'।


 






প্রসঙ্গত ছবিতে, পাঁচ বন্ধুর ভূমিকাতেই অভিনয় করেছিলেন তাঁরা। ছবির শেষে সাত পাকে বাঁধা পড়েন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। বাস্তব জীবনেও অবশ্য তেমনই হয়েছে। এছাড়া ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) ও শাশ্বত চট্টোপাধ্য়ায় (Saswata Chatterjee) অভিনয় করেছিলেন। 


বন্ধুত্ব, প্রেম ও সম্পর্ক নিয়ে বেশ গভীর পাঠ দেয় এই ছবি। বেশ প্রশংসিত হয়েছিল এই ছবি দর্শকমহলে।


আরও পড়ুন: Avijatrik: ইন্ডিয়ান প্যানোরমা ও বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত শুভ্রজিৎ-অর্জুনের 'অভিযাত্রিক'