কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আগামী বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কবে ? বড় ঘোষণা পর্ষদের।  ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। 


কোন দিন কী বিষয়ে পরীক্ষা, দেখুন একনজরে :


 ১০ ফেব্রুয়ারি প্রথম ভাষা 
১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা 
১৫ ফেব্রুয়ারি অঙ্ক 
১৭   ফেব্রুয়ারি ইতিহাস ১৮ ফেব্রুয়ারি ভূগোল 
১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান
 ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান
 ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়


এদিকে, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। ভোটের মাঝেই পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। গত বছরের তুলনায় চলতি বছরে পাসের হারও বেড়েছে। এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গতবছর শতাংশের হার ছিল ৮৬.১৫। পাসের সবথেকে এগিয়ে ছিল শৈল শহর কালিম্পং। দ্বিতীয় স্থানেই ছিল এবার পূর্ব মেদিনীপুর। পাসের হারে তৃতীয় স্থানে ছিল কলকাতা। এবং চতুর্থস্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছিল ৫৭ জন। মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে  সবথেকে বেশি জন স্থান পেয়েছে। তালিকায় ছিল দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের পরীক্ষার্থীরাও।  কলকাতা থেকে ছিল ১ জন। এবছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পায় ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। 


আরও পড়ুন, বউবাজারে মৃত ১, নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ


উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ লক্ষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্য়মিকে পাসের হার ছিল এবার ৯০ শতাংশ। রাজ্যের ১০টি জেলায় পাসের হার ছিল ৯০ শতাংশেরও বেশি। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে সবার উপরে ছিল পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ ২৪ পরগনার নাম। তিন স্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। প্রথম দশের তালিকায় ছিল ১৫টি জেলার ৫৮ জন। মেধা তালিকায় প্রথম পাঁচে স্থান ছিল ১২ জনের। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।