Jackfruit In Diabetes: বর্ষার মরসুম শুরু হওয়ার মুখে। এই সময় বাজারে যে ফলটির গন্ধ মঁ মঁ করে, সেটি কাঁঠাল। কাঁঠালের বড় বড় কোয়া ও অপূর্ব স্বাদ অনেকের কাছেই লোভনীয়। কিন্তু একই সঙ্গে অন্যদিকে কড়া নাড়ছে ডায়াবেটিস। সুগারের চোখরাঙানি এড়িয়ে কি কাঁঠাল খাওয়া যেতে পারে ? খেলে কতটা খাবেন রোজ ? জেনে নেওয়া যাক বিশদে।


ডায়াবেটিসে কাঁঠাল খাবেন ?


কাঁঠাল এমন একটি ফল যার গ্লিসিমিক ইনডেক্স বা জিআই ৫০ থেকে ৬০-র মধ্যে। অন্যদিকে গ্লিসিমিক লোড বা জিএল ১৩-১৮এর মধ্যে। অর্থাৎ সাধারণত এই গ্লিসিমিক ইনডেক্সকে হাই গ্লিসিমিক ইনডেক্সের মধ্যে ধরা হয় না (Jackfruit Eating In Diabetes )। ফলে এই ফলটি নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। তবে এখানে একটা কিন্তুও রয়েছে। কাঁঠাল হাই গ্লিসিমিক ইনডেক্সের ফল না হলেও এটি মডারেট গ্লিসিমিক ইনডেক্সের ফল। অর্থাৎ মাঝামাঝি স্থানে থাকায় খুব নিরাপদ ফলও বলা যায় না কাঁঠালকে। তাই খাওয়ার ব্যাপারে বাধানিষেধ অবশ্যই থাকা উচিত বলে জানাচ্ছেন চিকিৎসকরা।


কতটা খাবেন কাঁঠাল ?


মডারেট গ্লিসিমিক ইনডেক্সের ফল কাঁঠাল একবারে বেশি খাওয়া ঠিক নয়। প্রতিবারে ৭৫ গ্রামের বেশি কাঁঠাল না খাওয়াই ভাল। এর দুই ঘন্টা পরে যদি খেতে ইচ্ছে করে, তখন আবার ৭৫ গ্রাম খাওয়া যেতে পারে। মাঝে গ্যাপ দিয়ে দিয়ে খেলে রক্তে সুগার স্পাইক করে না। একবারে খেলে রক্তে সুগার স্পাইক করে যেতে পারে।


কাঁঠালের কী কী গুণ (Jackfruit Benefits)


শুধুই কি পছন্দ বলে কাঁঠাল খাবেন ? নাহ, এর বেশ কিছু গুণ রয়েছে। শরীরে এই পুষ্টিগুণ সরবরাহ করে কাঁঠাল। 


১. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে - কাঁঠালের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থের মতোই পটাশিয়ামের পরিমাণ অনেকটাই। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 


২. হার্ট ভাল রাখে -  হার্ট ভাল রাখতে সাহায্য করে কাঁঠাল। কাঁঠাল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কার্ডিয়োভাসকুলার ডিজিজের হার কমিয়ে দেয়। এর ফলে হার্টের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।


৩. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর - কাঁঠাল ফল বলে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেকটাই বেশি। এর মধ্যে ভিটামিন সি-র পরিমাণও অনেকটাই বেশি।


৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় - ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও তুঙ্গে রাখে।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Onion Benefits: কাঁচা পেঁয়াজে যা গুণ ভাজা বা রান্না করা পেঁয়াজেও কি একই গুণ পাবেন ?


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।