রঞ্জিত সাউ, কলকাতা: প্রায় ৪০ দিন পর প্রকাশিত হল মাদ্রাসা এডুকেশনের ফল। গত ৭ই মার্চ হাই মাদ্রাসা (Madrasa), আলিম এবং ফাজিল শ্রেণির পরীক্ষা শুরু হয়। ২১ মার্চ পর্যন্ত চলে এই পরীক্ষা। পরীক্ষা শেষে ৪০ দিনের মাথায় ৩০ এপ্রিল ফল প্রকাশ হল এই পরীক্ষাগুলির (Exam)। ২০২১ সালে প্রতিটি পরীক্ষায় ১০০ শতাংশ পাশের হার থাকলেও ২০২২ সালে বদলে গেল সেই ফলাফলে। সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে ফল প্রকাশ করেন মাদ্রাসা এডুকেশনের সভাপতি আবু তাহের কামরউদ্দিন। এছাড়াও এই ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি মান্নাফ আলী, ডেপুটি সেক্রেটারি সাবানা শামীম।
এদিন বেলা ১২টার পর থেকে www.wbbme.org ও www.wbresults.nic.in, ও www.exametc.com ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যাবে। এছাড়াও ৫৬০৭০ নম্বরে WBBME < স্পেস> <রোল নম্বর> দিয়ে এসএমএস করলে ফল দেখতে পাওয়া যাবে।
কতজন পরীক্ষা দিয়েছিলেন?
চলতি বছর হাই মাদাসায় পরীক্ষা দিয়েছিলেন ৫৬৬০০ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৮৩৭৬ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৮২২৪জন। এই সালে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৭.০২ শতাংশ। যাদের মধ্যে ১৫১৭৯ জন ছাত্র এবং ৩২৬১৯ জন ছাত্রী পাশ করেছে। হাই মাদ্রাসা পরীক্ষায় এবছর শীর্ষস্থান অধিকার করেছে মালদার বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৭৮৬। ৭৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে একই মাদ্রাসার ইমরানা আফরোজ।
আলিম পরীক্ষার ফলপ্রকাশ
চলতি বছর আলিম পরীক্ষা দিয়েছিলেন ১২০৭৪ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩৫৩ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৬৭২১জন। এই সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৯.৮৭ শতাংশ। যাদের মধ্যে ৫০৫০ জন ছাত্র এবং ৫৭০৭ জন ছাত্রী পাশ করেছে। আলিম পরীক্ষায় এবছর যুগ্ম ভাবে শীর্ষ স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলফাজ শেখ এবং উত্তর ২৪ পরগনার আমদাঙা কেন্দ্রীয় সিদ্দিকীয়া হামিদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ মুজাহিদুল ইসলাম। তাদের দুজনের প্রাপ্ত নম্বর ৮৪০। ৮২৭ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন হুগলির ফুরফুরা ফতেহি সিনিয়র মাদ্রাসার ছাত্র শেখ শাহিদ আখতার।
ফাজিল পরীক্ষার ফলপ্রকাশ
চলতি বছর ফাজিল পরীক্ষা দিয়েছিলেন ৫০৩৪ জন। যাদের মধ্যে ছাত্রের সংখ্যা ২৬১৪ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ২৪২০জন। এই সালে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯০.৬৮ শতাংশ। যাদের মধ্যে ২৪৬৮ জন ছাত্র এবং ২০৭৭ জন ছাত্রী পাশ করেছে। ফাজিল পরীক্ষায় এবছর শীর্ষ স্থান অধিকার করেছে মালদার দারিয়া সেরাজুলোলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র মহম্মদ আলকম। তার প্রাপ্ত নম্বর ৫৫৫। ৫৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন উত্তর ২৪ পরগনার আমিনপুর কে এম সি সিনিয়র মাদ্রাসার ছাত্র সাবির আলি মোল্লা।
আরও পড়ুন: জলপাইগুড়িতে ৭২ ঘণ্টা আগলে রাখার পর মৃত শাবককে ছেড়ে গেল মা
Education Loan Information:
Calculate Education Loan EMI