করুণাময় সিংহ, মালদা : রাজ্যের যেন থামছেই না অস্ত্র উদ্ধারের (Arms Recovered) ধারা। ফের একবার মালদাতে (Malda) উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রেফতার (Arrest) করা হয়েছে ২ পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে, মালদার মানিকচক থানার গঙ্গাঘাট এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (West Bengal Police Special Task Force)। তল্লাশির মাঝে অস্ত্রসহ হাতেনাতে ধরা পড়ে যায় দুই পাচারকারী। তাদের থেকে একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্রের পাশাপাশি দু'টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে।


এসটিএফ সূত্রে খবর, মানিকচকের বাসিন্দা মহম্মদ ইসরাফ ও রতুয়ার বাসিন্দা মীর সেজবুলকে গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হচ্ছিল আগ্নেয়াস্ত্রটি। যা মালদার বিক্রির পরিকল্পনা ছিল গ্রেফতার হওয়া দুই পাচারকারীর। কার নির্দেশে বা অর্ডারে আগ্নেয়াস্ত্রটি আনা হচ্ছিল, সে বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে মানিকচক থানার পুলিশ।


কিছুদিন আগেই মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। সুধাংশু মণ্ডল নামে ব্যক্তির বাড়িতে চালানো হয়েছিল অভিযান। সেখানে তাঁর শোওয়ার ঘর থেকে উদ্ধার হয় বাক্সের মধ্যে রাখা একটি আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজও। গত বেশ কয়েকমাস ধরেই মালদায় একাধিকবার অস্ত্র, বোমা উদ্ধার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বাইরের রাজ্য থেকে অস্ত্র আমদানির খবর সামনে উঠে এসেছে। এক্ষেত্রে কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কেন তা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখছে পুলিশ।                              


এমনিতেই রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে ক্রমাগত আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধারের লাগাতার ঘটনা ঘিরে জারি রয়েছে রাজনৈতিক চাপানউতোর। আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে হিংসা ছড়ানো যায়, সেই জন্য শাসক দলের সাহায্যে অস্ত্র-বোমা মজুত করা হচ্ছে বলেই অভিযোগ বিরোধীদের। পাল্টা রাজ্যের শাসকদলের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা যাতে যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য সক্রিয় রয়েছে রাজ্যের পুলিশ। ক্রমাগত, বোমা-আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাগুলিই সেটা প্রমাণ করে।                                           


আরও পড়ুন- 'অভিষেকের নাম ভাঙিয়ে টাকা, ১০০ নয় ৫০০ কোটি তুলেছে কুন্তল' বিস্ফোরক তাপস মণ্ডল