করুণাময় সিংহ, মালদা : কাটমানি (Cut Money Allegation) না দেওয়ায় আবাস যোজনা (Awsa Yojana Scam) থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। এমনকী, একজনের টাকা একই নামে অন্যজনের একাউন্টে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও (BDO)।


আবাস যোজনায় ঘর পেতে ২০ হাজারের দাবি !


এ যেন ফেল কড়ি, মাখো তেল। টাকা দাও, ঘর নাও। আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে ২০ হাজার টাকা। কাটমানি না দেওয়ায় নাম বাদ দেওয়া হয়েছে আবাস-তালিকা থেকে। এমনই অভিযোগ উঠেছে মালদার তৃণমূল পরিচালিত কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েতের সদস্য ও তাঁর স্বামীর বিরুদ্ধে। কালিয়াচকের বাসিন্দা অঞ্জলি মণ্ডলের অভিযোগ, 'গ্রামের ১৭ জন বাসিন্দার নাম আবাস যোজনা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।বাঁশের বাড়ি আছে। পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী কুড়ি হাজার টাকা করে দাবী করেছিলেন। সেই টাকা দিতে না পারায় নাম কেটেছে।'


একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে


শুধু তাই নয়, সন্তোষ মণ্ডল নামে একজনের টাকা একই নামের অন্যজনের অ্যাকাউন্টে পাঠানোরও অভিযোগ উঠেছে। কালিয়াচকের বাসিন্দা সরস্বতী মণ্ডলের অভিযোগ, 'ব্লক থেকে লোক এসেছিল জানতে যে আমরা বাড়ি তৈরি করেছি কিনা। তখন জানতে পারি যে আমাদের নামে আবাস যোজনার টাকা এসেছে। কিন্তু সেই টাকা আমরা পাইনি।' এনিয়ে বিডিওর কাছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিনা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।


অভিযোগ অস্বীকার


যদিও কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য। কালিয়াচক ১-এর পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেত্রী রিনা মণ্ডল বলেছেন, 'মিথ্যে অভিযোগ। কোথাও ভুল করে কিছু হয়ে থাকতে পারে।' গ্রাম বাংলার লড়াইয়ের আগে আবাসে দুর্নীতি-বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূলের। এনিয়ে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন, কেউ অন্যায় করলে দল তাঁর পাশে দাঁড়াবে না। প্রশাসন তদন্ত করবে ও ঘটনার আসল সত্যতা খুঁজে বের করবে।


প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে, প্রভাব খাটিয়ে নিজের ও আত্মীয়দের নামে আবাস প্রকল্পের বাড়ি হাতানোর অভিযোগ তো প্রায়শই সামনে আসছে। 
এবার কালিয়াচকে কাটমানি না দেওয়ায় উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। 


আরও পড়ুন- চাষের জমিতে হঠাৎ নেমে এল হেলিকপ্টার ! হুলস্থূল জলপাইগুড়ির রাজগঞ্জে