শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বিদ্যুত্‍স্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ১০ জনের। কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জের দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ বলে সূত্রের খবর। আজ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার চেক তুলে দেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। তিনি জানান, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি'।


প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা


যাচ্ছিলেন পুণ্যলাভের আশায়, কেউ ভাবতেও পারেননি, এমন ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। বৃষ্টির মধ্যে, পিকআপ ভ্যানে জেনারেটর চালিয়ে, সাউন্ড বক্স বাজাতে গিয়ে কোচবিহারের মেখলিগঞ্জে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। প্রত্যেকেরই বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।


এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা! সূত্রের খবর, পিক আপ ভ্যানে ৩৬ জন ছিলেন। কিন্তু, তাহলে তা পুলিশের চোখে পড়ল না কেন? পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামলেও, এখনও পিক আপ ভ্যানের চালককে গ্রেফতার করতে পারেনি। মৃত শুভঙ্কর বর্মনের বাবা দিলীপ বর্মন বলেছেন, 'আমার ছেলের সঙ্গে যা হয়েছে, তা কারও সঙ্গে যেন না হয়। নজরদারি বাড়ানো উচিত।'


মৃতদের পরিবারের সঙ্গে দেখা বিদ্যুৎমন্ত্রীর


মঙ্গলবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের তরফে পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়। শীতলকুচি ব্লক অফিসে, জেলাশাসকের উপস্থিতিতে মৃতদের পরিজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। মঙ্গলবার, পিকআপ ভ্যানটি পরীক্ষা করার জন্য মেখলিগঞ্জে যায় ফরেন্সিক টিম।


কোচবিহারে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পুণ্যার্থীদের পরিবারকে আর্থিক সাহায্য করছে কেন্দ্রও। প্রধানমন্ত্রীর অফিসের (PMO Office) পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড (PMNRF) থেকে মৃত পুণ্যার্থীদের নিকট আত্মীয়দের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘটনায় আহতদের পরিবারপিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।


আরও পড়ুন- কোচবিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পুণ্যার্থীদের পরিবারপিছু ২ লক্ষ, আহতদের ৫০ লক্ষ, জানালেন প্রধানমন্ত্রী