রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ দুর্নীতিতে জেরবার দল। তদন্তে একের পর এক নেতার নাম উঠে এসেছে। সেই আবহে এ বার পূর্বতন বাম সরকারকে কাঠগড়ায় তুললেন রাজ্যের সেচমন্ত্রী তথা বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmick)। তাঁর দাবি, স্কুল সার্ভিস কমিশনের সব কর্মী আসলে সিপিএম-এর (CPM) আমলে নিযুক্ত হন। চক্র তৈরি করে তারাই দুর্নীতি করেছে বলে অভিযোগ পার্থ (SSC Case)।
রাজ্যের মন্ত্রী পার্থ সরাসরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযানের দিনই, কমিশনকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হল। আদালতে আগেই একাধিক বার প্রশ্নের মুখে পড়েছে SSC। রাজ্যের মন্ত্রী পার্থ সরাসরি কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। বাম আমলে নিযুক্ত কমিশনের কর্মীদের একাংশের দিকে আঙুল তুললেন তিনি।
পার্থর বক্তব্য, "আমি এ কথা কখনও বলতে আসিনি যে, আমরা তৃণমূল করি যারা, সবাই সাধু। তৃণমূলে একশো বার চোর আছে। কিন্তু তার আগে দু'টো কথা বলব। সিপিএম-এর বুদ্ধদেব ভট্টাটার্য বলেছিলেন, 'আমি চোরেদের মন্ত্রিসভায় থাকব না।' সেই বলে পদত্যাগ করেছিলেন। তার পর জ্যোতিবাবুর মন্তরিসভা থেকে ক'টা চোর পদত্যাগ করেছিল? একজনও করেননি। নন্দীগ্রামে বামফ্রন্চের এমএলএ-কে স্টিং অপারেশনে টাকা নিতে দেখা গেল। বামফ্রন্ট তাকে বহিষ্কার করেছিল?"
আরও পড়ুন: Byron Biswas: জয়ের ২০ দিন পর কাটল জট, বিধায়ক হিসেবে শপথ নিলেন বায়রন বিশ্বাস
বাংলায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূলের নেতাদের একাংশের নাম জড়িয়েছে। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েটের নাম যেমন রয়েছে, তেমনই তৃমমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়দের নামও উঠে এসেছে। সেই প্রেক্ষাপটেই সম্প্রতি বাম আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তৃণমূলের কৌশলী বৈঠকে নিয়োগ দুর্নীতি নিয়ে বামপন্থী সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন কমিটিকে নিশানাও করেন।
শুধু তাই নয়, ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছিলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সেই তালিকাও তৈরির নির্দেশ দেন মমতা। তার পরই পার্থও একই সুরে বামেদের নিশানা করলেন। তাঁর বক্তব্য, "এই SSC-র যত কর্মী, সব সিপিএম-এর আমলে ঢোকা লোক। এরা একটি চক্র তৈরি করে, অতি অবশ্যই দুর্নীতি করেছে।"
পার্থকে কটাক্ষ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী
পার্থর এই মন্তব্যে যদিও কটাক্ষ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পাল্টা তৃণমূলের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন তিনি। বলেন, "এত দুর্নীতি বাম আমলে, কাউকে আপনি কোমরে দড়ি পরিয়ে টেনে আনতে পারলেন না? এই সেচমন্ত্রীদের দেখে বেচারা লাগে।" পার্থর উদ্দেশে সুজন আরও বলেন, "ওঁর উচিত মুখ্যমন্ত্রীকে বলা যে, 'তিন-তিন বার জিতেছেন আপনি। এখনও পর্যন্ত সুজনবাবুদের কোমরে দড়ি পরিয়ে গ্রেফতার করতে পারলেন না কেন?' বলা উচিত, 'আপনি একটি অপদার্থ পুলিশ মন্ত্রী। কিছুই করতে পারলেন না'।"
উল্লেখ্য, ১৯৯৭ সালে স্বচ্ছ প্রক্রিয়ায় এবং দ্রুত শূন্যপদ পূরণের লক্ষ্যে তৈরি হয় SSC. নিয়োগ দুর্নীতিতে এখন সেই SSC-র ভূমিকাই প্রশ্নের মুখে।