জয়ন্ত রায়, উত্তর দমদম: উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব রায়কে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ চ্যাংদোলা করে বুথের বাইরে বের করে দেয় নির্দল প্রার্থীকে। নির্দল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের বুথ দখলে বাধা দেওয়াতেই এই ঘটনা। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।                                                                              


নির্দল নিয়ে অশান্তি লেগেই রয়েছে রবিবার। পুরভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত জেলা। কান্দি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে ছাতিনা মঠতলা এলাকায় ৮৬ নম্বর বুথে বহিরাগতদের ঢোকার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। তৃণমূল প্রার্থীর সঙ্গে নির্দল প্রার্থীর অনুগামীদের হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের।


আরও পড়ুন, বহিরাগতদের বুথ জ্যামে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে টিটাগড়ের ১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা


আবার, উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মণিরামপুর নির্দল প্রার্থী দেবাশিস দে-কে ঘুসি, চড়-থাপ্পড় দেওয়া হয় বলে অভিযোগ। এই ওয়ার্ডেই ১০ বছর ধরে তৃণমূলের কাউন্সিলর ছিলেন দেবাশিস দে। এবার টিকিট না পাওয়ায় নির্দল হিসেবে লড়ছেন। নির্দল প্রার্থীর দাবি, ভোটে কারচুপির অভিযোগ পেয়ে বুথে যেতেই তাঁর ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।


প্রসঙ্গত, আজ রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভায় ভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট ওয়ার্ড ২ হাজার ২৭১টি। প্রতিটি বুথে সশস্ত্র পুলিশ ছাড়াও থাকবেন পুলিশ আধিকারিক। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। মোতায়েন থাকবে ৪৪ হাজার পুলিশ কর্মী। এর সঙ্গে থাকবেন ১০ জন আইএএস, যাঁদের সিনিয়র স্পেশাল অবজার্ভার করা হয়েছে। অবজার্ভার, স্পেশাল অবজার্ভার, সিনিয়র স্পেশাল অবজার্ভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক থাকবেন। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।