সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : সুইসাইড নোটে উল্লেখ রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম। আর কারা দুর্নীতিতে যুক্ত, রয়েছে তাঁদের নামও। তারপরও পুলিশের চার্জশিটে (Police Chargesheet) নাম রয়েছে মৃত চাকরিপ্রার্থীর! লালগোলায় (Lalgola) চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায়, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা দায়ের হল। এদিকে এই ঘটনায় সিবিআই (CBI) তদন্তে দাবি করেছে মৃতের পরিবার।
৬ লাখ দিতেও মেলেনি চাকরি, অবসাদে আত্মহত্যা
গত বছর ২৭ সেপ্টেম্বর মুর্শিদাবাদের লালগোলায়, টাকা দিয়েও চাকরি না মেলায় আব্দুর রহমান নামে এক চাকরিপ্রার্থী আত্মহত্যা করেন বলে অভিযোগ ওঠে। যুবকের ঘর থেকেই উদ্ধার হয় এই সুইসাইড নোট। যেখানে উল্লেখ ছিল, মোট সাড়ে ৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে, আজ বেরোবে কাল বেরোবে করে ডিসেম্বর মাস শেষ হয়ে গেল, তবুও আমাদের কোনও কাজের খবর নেই। দিবাকর আমাকে আস্তে আস্তে, এমন মায়া জালে ফাঁসিয়েছে, যেখান থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আর সহ্য করতে পারছি না।
পুলিশি নিষ্ক্রিয়তার মামলা
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। মামলার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। মামলাকারী আইনজীবী, সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, এই ঘটনায় সঠিক তদন্ত হয়নি। প্রতারণার শিকার হয়ে যিনি আত্মহত্য়ার পথ বেছে নিয়েছেন বলে দাবি, সেই চাকরিপ্রার্থী আব্দুর রহমানের নাম অভিযুক্ত হিসেবে পুলিশের চার্জশিটে।
চাকরিপ্রার্থীর পরিবারের অভিযোগ, গ্রুপ D পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, আবদুরের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু মেলেনি চাকরি। অভিযোগ, সেই অবসাদেই আত্মঘাতী হন যুবক। পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার পর একটি সুইসাইড নোট উদ্ধার হয়। যার ছত্রে ছত্রে লেখা কীভাবে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে, কোথায় আর্থিক লেনদেন হয়েছে, কারা এই চক্রে জড়িত।
আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায় সহ কারা কারা এই নিয়োগের ক্ষেত্রে অর্থ নিয়েছিলেন সুইসাইড নোটে সেই তালিকার উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, চাকরি পেতে হলে নির্দিষ্ট অর্থ দিতে হবে। সূত্রের দাবি, সুইসাইড নোটের ২ নম্বর পাতার একদম শেষে লেখা, 'পার্থ চট্টোপাধ্য়ায়ের সাথে তাদের দেখা হবে বলে সিটি সেন্টারে'। তবে, এই পার্থ চট্টোপাধ্য়ায়ই প্রাক্তন শিক্ষামন্ত্রী কিনা তা স্পষ্ট নয়। ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হবে।