রাজীব চৌধুরী, হরিহরপাড়া (মুর্শিদাবাদ) : গ্রামের হাটে মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। সালিশি সভার নির্দেশে অভিযুক্ত যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে। মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানা এলাকার কেসাইপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে ওই যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানোর ছবি। ভাইরাল যে ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। এদিকে, সালিশি সভা বসানোয় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। আটক ৫।


ঠিক কী ঘটেছে


পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার, গ্রামের হাটে এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবক তাঁর থেকে ফোন নম্বরও চান বলে দাবি ওই মহিলার। পরে মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রামে বসে সালিশি সভা। সেখানেই ওই যুবককে জুতোর মালা পরিয়ে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়। যে ঘটনার কথা স্বীকার করে নিয়ে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'ছেলেটা এসেছিল। সালিশিতে সব সিদ্ধান্ত হয়েছে।'


অভিযোগ অস্বীকার, পুলিশি পদক্ষেপ


যদিও মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক। তাঁর দাবি, আমাকে মারধর করেছে। জুতোর মালা পরে ঘুরিয়েছে। আমি হাত ধরিনি। ফোন নম্বর চেয়েছিলাম কারণ পরিচিত।


ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পুলিশ (police)। সালিশি সভা বসানোর অভিযোগে সোমবার স্থানীয় তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ ৫ জনকে আটক করা হয়। হরিহরপাড়ার কেসাইপুরের তৃণমূল কর্মী ও পঞ্চায়েত সদস্যার স্বামী তাহাসান শাহ বলেছেন, 'আমাকে এসে ঘটনার কথা বলেছিল। ছেলে আর মেয়ে দু’পক্ষের লোকজনই এসেছিল। সব কিছু মিটিয়ে নেওয়ার জন্যেই সালিশি সভা বসেছিল।'


রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন সময় উঠেছে সালিশি সভা বসানোর অভিযোগ। সেই অভিযোগ ফের উঠল মুর্শিদাবাদে। 


আরও পড়ুন- কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বড়সড় বেনিয়মের অভিযোগ, ধৃত শতাধিক ‘ভুয়ো পরীক্ষার্থী’