কলকাতা: ইডেনে (Eden Garden) আয়োজিত হতে চলেছে আইপিএলের প্লে অফ। ২৪ মে এবং ২৫ মে ইডেনে আইপিএল ম্যাচ রয়েছে। রাতে খেলা দেখে ফেরার সময় যাতে দর্শকদের সমস্যা না হয়। তার জন্য এবার বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো। ওই দুদিন বিশেষ মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে কলকাতা মেট্রোর তরফে। 


কী ব্যবস্থা:
২৪ মে এবং ২৫ মে এসপ্ল্যানেড মেট্রো (Metro) স্টেশন থেকে রাত ১২টার সময় একটি দক্ষিণেশ্বরের দিকে এবং একটি মেট্রো কবি সুভাষের দিকে ছাড়বে।


 





    


কাল ইডেনে গুজরাতের মুখোমুখি রাজস্থান:
আগামীকাল শুরু হচ্ছে আইপিএলের প্লে অফ (IPL Play off)। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। সোমবার নৈশালোকের ইডেনে তখন রাজস্থান রয়্যালসের প্রস্তুতি চলছে জোরকদমে। মাঝ পিচে দেখা গেল, আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন মালিঙ্গা। আর তাঁর শ্যেন দৃষ্টির সামনে একের পর এক ইয়র্কার করে চলেছেন বোল্ট ও কৃষ্ণ। মাঝে মধ্যেই মালিঙ্গা এগিয়ে গিয়ে তাঁদের পরামর্শ দিচ্ছেন।


রাজস্থান শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, গুজরাতের ডেথ ওভার ব্যাটিংকে বেশ সমীহ করা হচ্ছে। এবং হার্দিক, মিলার, তেওয়াটিয়া, রশিদদের পাওয়ার হিটিং থামানোর জন্য বিশেষ অঙ্ক কষছেন মালিঙ্গা। যাঁর মন্ত্র হল, নিখুঁত ইয়র্কার করো। যাতে ব্যাটার হাত খোলার সুযোগই না পায়। বোল্ট-কৃষ্ণরা তারই প্রস্তুতি সেরে রাখলেন।


হার্দিক-মিলার-তেওয়াটিয়ারা তৈরি তো?


আরও পড়ুন: সেরা ব্যাটারকে সামলানোর আগে শামির দাওয়াই ঘুম, পাল্টা কী করলেন বাটলার?