কলকাতা: কোথাও নির্মীয়মাণ বাড়িতে মিলল বোমা (Bomb Recover)। কোথাও বোমাবাজি। কোথাও আবার ধান খেতে উদ্ধার পড়ে সকেট। বছরের শেষে রাজ্যের ৩ জেলায় ফের বারুদের গন্ধ। কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। মুরারইয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পিছনে ব্যাপক বোমাবাজি ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে, মুর্শিদাবাদের পাঁচথুপিতে নির্মীয়মাণ বাড়িতে মিলল বোমা। ভাঙড়েও ধানের জমিতে উদ্ধার হয়েছে বোমা। 


রাজ্যের ৩ জেলায় ফের বারুদের গন্ধ: বীরভূমের মুরারইয়ে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পিছনে ব্যাপক বোমাবাজির চিহ্ন স্পষ্ট। তৃণমূল নেতা মহম্মদ সাবেরের অভিযোগ,তাঁর বাড়ির পিছনে বোমাবাজির নেপথ্যে রয়েছে পঞ্চায়েত ভোটে জেতা নির্দল সদস্য। মুরারই থানায় অভিযোগ দায়ের তিনি। মুরারাইয়ে তৃণমূলের বুথ সভাপতি মহম্মদ সাবের বলেন, “পঞ্চায়েত ভোটে রাগে নির্দল মেম্বাররা আক্রমণ চালাচ্ছে। আমরা তৃণমূল করি বলে মারছে।’’ মুরারই পঞ্চায়েতের নির্দল সদস্যার স্বামী রেজাউল দফাদার বলেন, “আমাদের মেনে নিতে না পেরে অভিযোগ আনছে। আমরা নির্দল থেকে জিতে দলে এসেছে। সেটা ওরা মেনে নিতে পারছে না। তাই দাগ লাগাচ্ছে।’’


বীরভূমের পাশের জেলা মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার হল বালতি ভর্তি বোমা। পাঁচথুপিতে মান্টু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে নির্মাণের কাজ চলছিল। সেই সময় নজরে একটি বালতিতে বোমা রাখা আছে। পরে উদ্ধার হওয়া ৭টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়। ভাঙড়েও ফের উদ্ধার হল বোমা। কাটাডাঙ্গা এলাকায় ধানের জমিতে একটি ব্যাগের মধ্যে মেলে ৩টি বোমা। কে বা কারা, কী উদ্দেশ্যে ধান খেতে বোমা রাখে গেল, খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।


একাধিকবার বোমা ফেটে আক্রান্ত শিশু: গত মাসে দেগঙ্গায় বোমা বিস্ফোরণে গুরুতর আঘাত লেগেছিল এক কিশোরের। তার আগে ফরাক্কার (Farakka) হাউসনগরে বোমা ফেটে আহত হয় ৩ শিশু। গত ১৬ অক্টোবর, পুজোর আগে নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রামে বোমা ফেটে জখম হয় দুই ভাই-সহ ৩ বালক।তার আগে ১৮ অগাস্ট,মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণে জখম হয় এক নাবালক। ১৫ জুলাই, এই জেলারই সালারে বোমা ফেটে জখম হয় এক বালক ও এক শিশু।৩০ জুলাই,একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর ২৪ পরগনা ও মালদা, দুই জেলায় বোমা ফেটে গুরুতর জখম হয় দুই বালক। বসিরহাটে হাত উড়ে যায় এক বালকের। মানিকচকে বোমা ফেটে গুরুতর জখম হয় আরেক বালক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Amrit Bharat Express: মালদা স্টেশন থেকে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস