সুজিত মণ্ডল, নদিয়া :  পুজোর ( Durga Puja 2023 ) মধ্যেই দুর্ঘটনায় প্রাণ গেল আরও ৩ জনের। নবমীর রাতে নদিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হন আরও ৩ জন।

পরপর বাইক দুর্ঘটনা নদিয়ায়
নবমীর রাতে সাড়ে ১০টা নাগাদ ধানতলার মনসাহাটিতে  পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় দুটি মোটরবাইকের সংঘর্ষ ( Accident ) হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের। এর আগে রাত সাড়ে ৯টা নাগাদ ফুলিয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইক থেকে রাস্তায় পড়ে যান চালক-সহ ২ জন। বাইক চালকের মৃত্যু হয়।


শুধু এই দুটি ঘটনাই নয়, নবমীর রাতে রানাঘাটে একাধিক বাইক দুর্ঘটনা ঘটেছে।  সব মিলিয়ে আহত হয়েছেন ১২ জন। আহতরা রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।  

কলকাতাতেও পুজোর মাঝে গতির বলি একাধিক


পুজোর সময় বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে গতির বলি হওয়ার ঘটনা ঘটে প্রায়শই। এবার পুজোতেও জেলা জেলা থেকে এসেছে মোটরবাইক দুর্ঘটনার খবর । ষষ্ঠীর রাতে শুক্রবার মধ্য় রাতে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকার জোড়া ব্রিজে, একটি গার্ডওয়ালে বেপরোয়াভাবে ধাক্কা মারে বেপরোয়া মোটরবাইক। ছিটকে পড়ে ৩ বাইকআরোহী। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ১ জনের। আহত হন বাকিরা। 
পুলিশ সূত্রে খবর, কারও মাথাতেই হেলমেট ছিল না। অন্য়দিকে, এদিন রাতেই সুকান্তনগরে, একটি গাড়ির আরোহীদের ব্য়াপক মারধর 
গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে অপর এক গাড়ির আরোহীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নগাদ বাইপাস থেকে চিংড়িঘাটা হয়ে নিউটাউনের দিকে যাচ্ছিল একটি গাড়ি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুটো গাড়ির মধ্য়ে রেষারেষি চলছিল। এরমধ্য়েই সুকান্তনগরে, একটি গাড়ির আরোহীরা অপর গাড়ির ৩ আরোহীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় গাড়ির উইন্ড স্ক্রিন। রাতেই, পুলিশ এসে আহতদের উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে যায়। 


অষ্টমীর ভোরে দুই বাইকের রেষারেষিতে কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনায় মত্যু হয় স্কুলছাত্রীর। এক বান্ধবী ও বন্ধুর সঙ্গে রাতভর ঠাকুর দেখে বাইকে ফিরছিলেন রোশনি খান। বাইক চালাচ্ছিলেন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। 
সোনারপুরের জগদ্দলে বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন রোশনি আর আকাশ।  আকাশের দাবি, বাইকে তাঁর আর আরেক বান্ধবীর মাঝখানে বসেছিলেন রোশনি। হাতে ধরা ছিল হেলমেট। সেইসময় পাশ দিয়ে যাওয়া বেপরোয়া আরেকটি বাইকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় বাইক। ডিভাইডারের ওপর আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রোশনি। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


আরও পড়ুন :                    


কেন বিজয়া দশমীর দিন রাবণ দহন করা হয়? দেশজুড়ে দশেরা পালনের কী রীতি ?