West Bengal News LIVE: লক্ষ্য ছাব্বিশ, কাল থেকেই ভোটের প্রচারে বিজেপি
সব খবরের লাইভ আপডেটের জন্য দেখতে থাকুন
LIVE

Background
লক্ষ্য ছাব্বিশ, কাল থেকেই ভোটের প্রচারে বিজেপি । ১৩ হাজার সাংগঠনিক কেন্দ্রে পথসভা করবে বিজেপি । পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করছে বিজেপি
BJP News: লক্ষ্য ছাব্বিশ, কাল থেকেই ভোটের প্রচারে বিজেপি
লক্ষ্য ছাব্বিশ, কাল থেকেই ভোটের প্রচারে বিজেপি । ১৩ হাজার সাংগঠনিক কেন্দ্রে পথসভা করবে বিজেপি । পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করছে বিজেপি । ৫ থেকে ৬টি বুথ নিয়ে ১৩ হাজার 'শক্তিকেন্দ্রে' পথসভা। ৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি, বিজেপির ১৩ হাজার পথসভা। কাল বিকেলে ১ হাজার ৩০০ কেন্দ্রে পথসভা দিয়ে কর্মসূচি শুরু । এর পরে বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারের প্রস্তুতি রাজ্য বিজেপির । ডিসেম্বরেই প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি, আসবেন অমিত শাহও: বিজেপি সূত্র
Babri Mosque: বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হাইকোর্টে মামলা
বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে হাইকোর্টে মামলা। 'মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির প্রস্তাব সংবিধান বিরোধী', এই অভিযোগে মামলা দায়ের হাইকোর্টে। সম্ভবত আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি























