West Bengal Live Blog: ভারতের বিরুদ্ধে কট্টরপন্থীদের লাগাতার যুদ্ধ-যুদ্ধ জিগির, এবার সামিল ইউনূস সরকারও

West Bengal News Live Blog: একমাসের বেশি জেলে সন্ন্যাসী, বাংলাদেশের বিচারকদের ভারত সফর বাতিল!

ABP Ananda Last Updated: 05 Jan 2025 07:38 PM
Kolkata News: রাজপুর-সোনারপুরে সন্দেহজনক তরল ঘিরে রহস্য

রাজপুর-সোনারপুরে সন্দেহজনক তরল ঘিরে রহস্য। বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল। বাড়ির দেওয়ালে বাড়ছে কালো ছাপ। ওই তরল তেল জাতীয় কিছু, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চুঁইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ ওএনজিসির প্রতিনিধি দলের

West Bengal News: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ভূত

পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ভূত। 'ধৃত প্রাক্তন SI আব্দুল হাইয়ের সঙ্গে 'কিংপিন' সমরেশ বিশ্বাসের লেনদেন', ২ বছরে প্রায় ১৫ লক্ষ টাকা লেনদেন, পুলিশ সূত্রে খবর। 'সমরেশের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় প্রাক্তন SI-এর অ্যাকাউন্টে টাকা যেত। পাসপোর্ট ভেরিফিকেশনের রেট ছিল মাথা পিছু ২০-২৫ হাজার', ৫১ জনের বেআইনি ভেরিফিকেশন করেছিলেন প্রাক্তন SI, পুলিশ সূত্রে খবর।

Kolkata News: এবার খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক! শিয়ালদা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা

এবার খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক! শিয়ালদা থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা। কোনও বৈধ পরিচয়পত্র ও পাসপোর্ট দেখাতে পারেননি। কীভাবে, কাদের সাহায্য়ে অনুপ্রবেশ? খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশির ১৪ দিনের জেল হেফাজত। '১২ দিন আগে বসিরহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। কাজের খোঁজে ট্রেনে চেপে চলে যান মুম্বই। ধরপাকড় শুরু হওয়ায় ভয় পেয়ে গতকাল কলকাতায় চলে আসেন', জেরায় দাবি ধৃত বাংলাদেশি মহিলার, পুলিশ সূত্রে খবর

West Bengal News: 'বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গির' দাবি অসম পুলিশের

'বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ABT জঙ্গির। আব্বাস আলি ও মিনারুল শেখের বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির সঙ্গে দেখা করার কথা ছিল', দাবি অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। 'খাগড়াগড়কাণ্ডে বিস্ফোরণে ধৃত JMB জঙ্গি তারিকুল ইসলামের সঙ্গে জেলে আলাপ হয় আব্বাস। প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গির কাছ থেকে জেলেই পাঠ নেওয়া শুরু হয় আব্বাসের। জেলমুক্তির পর শাদ রাডিকে সঙ্গে নিয়ে বেশ কয়েকবার তারিকুলের সঙ্গে দেখাও করে আব্বাস', দাবি অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের।

Bangladesh News Update: লাগাতার হিন্দু-নিপীড়নের মধ্যেই ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির!

লাগাতার হিন্দু-নিপীড়নের মধ্যেই ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির! স্বাধীনতার ইতিহাস ভুলে আরও বিশ্বাসঘাতক বাংলাদেশ! কট্টরপন্থীদের যুদ্ধ-যুদ্ধ হুঙ্কারের মধ্যেই যুদ্ধের মহড়া! যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের!দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার মধ্যেই ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান নিয়ে মহড়া! ভারতকে বার্তা দিতেই কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন বাংলাদেশের? নেপথ্যে পাকিস্তান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারেরও যুদ্ধের আস্ফালন!

প্রেক্ষাপট

কলকাতা: লাগাতার হিন্দু-নিপীড়নের মধ্যেই ফের বাংলাদেশের যুদ্ধ-জিগির! স্বাধীনতার ইতিহাস ভুলে আরও বিশ্বাসঘাতক বাংলাদেশ! কট্টরপন্থীদের যুদ্ধ-যুদ্ধ হুঙ্কারের মধ্যেই যুদ্ধের মহড়া! যুদ্ধের জন্য তৈরি থাকার হুঙ্কার শান্তিতে নোবেল প্রাপক ইউনূসের! দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার মধ্যেই ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান নিয়ে মহড়া! ভারতকে বার্তা দিতেই কি হঠাৎ সমরাস্ত্রের শক্তি প্রদর্শন বাংলাদেশের? নেপথ্যে পাকিস্তান, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারেও যুদ্ধের আস্ফালন! মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে ভারত এখন বাংলাদেশের শত্রু, পাকিস্তান বন্ধু! যাদের বলিদানে স্বাধীনতা, সেই ভারতকেই ফের আক্রমণে কট্টরপন্থীরা! 'পাকিস্তানের হাত থেকে সেভেন সিস্টার বাঁচাতেই বাংলাদেশকে সাহায্য', কৃতজ্ঞতা ভুলে ভারতকেই স্বার্থপর বলে আক্রমণে কট্টরপন্থীরা! 


একমাসের বেশি জেলে সন্ন্যাসী, বাংলাদেশের বিচারকদের ভারত সফর বাতিল! ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণের জন্য বাংলাদেশের ৫০ বিচারকদের ভারত সফর শেষমুহূর্তে বাতিল! ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও হঠাৎ বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের।


সামরিক দিক থেকে ধারেভারে ভারত-বাংলাদেশের কোনও তুলনাই হয়না! ভারতীয় সেনাবাহিনীতে অফিসার-জওয়ান সহ সক্রিয় সদস্য়ের সংখ্য়া ১৪ লক্ষ ৫৫ হাজার। সেখানে বাংলাদেশের মাত্র ১ লক্ষ ৬৩ হাজার। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে মোট ২ হাজার ২৯৬টি এয়ারক্রাফট আছে। সেখানে বাংলাদেশের ২১৬টি। ভারতের কাছে যুদ্ধবিমান আছে ৬০৬টি....বাংলাদেশের মাত্র ৪৪। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে ২৬৪টি। বাংলাদেশের ১৬টি।ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার আছে ৮৬৯টি। বাংলাদেশের কাছে ৭৩টি। ভারতের অ্য়াটাক হেলিকপ্টারের সংখ্য়া ৪০। বাংলাদেশের একটিও নেই। ভারতের এরিয়াল ট্য়াঙ্কারের সংখ্য়া ৬। বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্য়াঙ্কের সংখ্য়া ৪ হাজার ৬১৪। বাংলাদেশের ৩২০। ভারতের আর্মার্ড ভেহিকেলের সংখ্য়া ১ লক্ষ ৫১ হাজার ২৪৮টি। বাংলাদেশের মাত্র ১৩ হাজার ১০০টি। ভারতের সেল্ফ প্রপেলড আর্টিলারির সংখ্য়া ১৪০টি। বাংলাদেশের ২৭। ভারতের টোড আর্টিলারির সংখ্য়া ৩ হাজার ২৪৩। বাংলাদেশের ৪৩৭। ভারতের মোবাইল রকেট প্রজেক্টরস আছে ৭০২টি। বাংলাদেশের ৭১টি। ভারতীয় নৌবাহিনীর ফ্লিটের সংখ্য়া ২৯৪। বাংলাদেশের ১১৭। ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ আছে ২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতের পারমাণবিক সাবমেরিন আছে ২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতের মোট সাবমেরিনের সংখ্য়া ১৮। বাংলাদেশেক মাত্র ২টি। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার আছে ১২টি। বাংলাদেশের ১টিও নেই। ভারতীয় নৌবাহিনীতে ফ্রিগেটের সংখ্য়া ১২। বাংলাদেশের ৭।ভারতীয় নৌবাহিনীতে করভেটের সংখ্য়া ১৮। বাংলাদেশের ৬। ভারত পরমাণুশক্তিধর দেশ। বাংলাদেশ এখনও সেই ক্ষমতা অর্জন করে উঠতে পারেনি।


আরও পড়ুন: Amitabh Bachchan: হিন্দু, মুসলিম, শিখ, পার্সি নয়...পরিচয় ভারতীয়, দেশনায়কদের নিয়ে বিশেষ পোস্ট অমিতাভের


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.