West Bengal Live Blog: নৈহাটিতে ভোট, পাশের ভাটপাড়ায় থানার কাছে সাতসকালে তৃণমূলকর্মীকে গুলি করে খুন
West Bengal News Live Blog: ছক কষেই জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি! সাইবার ক্যাফের আড়ালেই ট্যাবের টাকা হাতানোর ছক! মালদা থেকে গ্রেফতার ৫ জনেরই রয়েছে সাইবার ক্যাফে
এবার সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা! বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা। ১২ ও ১৩ নভেম্বর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় পুরসভার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ৩টি চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়েছে ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের পুরসভার। প্রতারণা ও বিশ্বাসভঙ্গ ধারায় এফআইআর করে তদন্ত শুরু পুলিশের
বহরমপুরে ৬০০ জন পড়ুয়ার ট্যাবের টাকা জালিয়াতি? বহরমপুর শহর ও শহর লাগোয়া স্কুলের ৬০০ জন ছাত্রের ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ। বহরমপুর শহরের মণীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ ও বহরমপুর শহর লাগোয়া মনীন্দ্রনগর হাইস্কুলে ট্যাব জালিয়াতি ! বাববার জেলা বিদ্যালয় পরিদর্শক দফতরের সঙ্গে যোগাযোগ করেও মেলেনি উত্তর, দাবি স্কুল কর্তৃপক্ষের
এবার দক্ষিণ ২৪ পরগনাতেও ট্যাব কেলেঙ্কারিতে বিহার-যোগ। জেলার ২৫-৩০টি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে! টাকা জমা পড়ে গিয়েছে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে! গরমিলের অঙ্ক প্রায় ৩৫ লক্ষ টাকা! তালিকায় রয়েছে সাগর, গোসাবা, কুলপি, কুলতলি, মগরাহাট, সোনারপুর, বারুইপুর, বজবজ, মহেশতলার একাধিক স্কুল জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি। স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক
ট্যাব-দুর্নীতির এপিসেন্টার কি মালদা ও উত্তর দিনাজপুর? চোপড়া থেকে নূর আলম নামে গ্রেফতার আরও এক। নূর আলমের অ্যাকাউন্টেও ঢুকেছে ট্যাবের টাকা, দাবি পুলিশ সূত্রের। প্রতি ১০ হাজারে ৩০০ টাকা কমিশনের ভিত্তিতেই ভাড়া দেওয়া হয় অ্যাকাউন্ট, মনে করছে পুলিশ। ট্যাব-কাণ্ডে উত্তর দিনাজপুর থেকেই গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
পুরুলিয়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা ঢুকল অন্য জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বান্দোয়ানের ঋষি নিবারণচন্দ্র বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রের ট্যাবের টাকা ঢুকল অন্য জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তালিকা যাচাইয়ের সময় ধরা পড়ল আরও ২টি ঘটনা। আরও ২ পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য জেলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পুরুলিয়া সাইবার থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। পড়ুয়াদের টাকা ফেরানোর চেষ্টা চলছে, জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা
স্কুলবাস দুর্ঘটনার ভয়ঙ্কর ছবি এবিপি আনন্দের হাতে। পুলকারের পর এবার দুর্ঘটনার কবলে স্কুলবাস। পঞ্চসায়রে নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে ধাক্কা স্কুলবাসের। আহত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার করা হয়েছে পড়ুয়াদের। স্কুলবাস চালককে আটক করেছে পুলিশ
ভাটপাড়া পুরসভায় টেন্ডার-দুর্নীতির অভিযোগ খারিজ অর্জুন সিংহর। পাল্টা অর্জুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোমনাথ শ্যামের। 'বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। ৪ কোটি টাকার টেন্ডার-দুর্নীতি করেছে অর্জুনের জামাইয়ের সংস্থা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই', অর্জুন সিংহকে চ্যালেঞ্জ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।
ট্যাব কেলেঙ্কারির ঘটনায় কলকাতায় বাড়ছে অভিযোগের সংখ্যা। এবার গলফগ্রিন ও জোড়াসাঁকো থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। ট্যাব কেলেঙ্কারির তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। জোড়াসাঁকো থানা এলাকায় ৪০ জনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। গলফগ্রিন থানা এলাকায় চারজন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। এর আগে বেহালার সরশুনা, ঠাকুরপুকুরে ট্যাব প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। কসবা, যাদবপুর, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, জোড়াবাগান, ভবানীপুরে অভিযোগ দায়ের হয়। কলকাতায় এখনও পর্যন্ত ১১টি থানায় ১০৫ জন পড়ুয়ার ট্যাব-প্রতারণার অভিযোগ জমা পড়েছে
ভাটপাড়া পুরসভায় টেন্ডার-দুর্নীতির অভিযোগ খারিজ অর্জুন সিংহর। পাল্টা অর্জুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোমনাথ শ্যামের। 'বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। ৪ কোটি টাকার টেন্ডার-দুর্নীতি করেছে অর্জুনের জামাইয়ের সংস্থা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই', অর্জুন সিংহকে চ্যালেঞ্জ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের
'তৃণমূল কংগ্রেসে যখন ছিলাম তখন ভাল ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংহের বিরুদ্ধে চক্রান্ত চলছে। ৬ মাসের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে মৃত্যু হলে সরকার দায়ী। রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত চলছে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে রাজ্য সরকার। আমি মেডিক্যাল পরীক্ষা করাব, যে চেয়ারে বসেছিলাম তার ছবি তুলতে চেয়েছিলাম, আদালতকে জানাব', বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের
কলকাতা পুরসভায় ফের দেখা মিলল সাপের। পুরসভার দোতলায় ক্লাব রুমের বাইরে বারান্দায় সাপ। গতকালও ডেপুটি মেয়রের ঘরের কাছে সাপ দেখা গিয়েছিল। পরপর সাপ দেখা যাওয়ায় আতঙ্কিত পুরকর্মীরা। সাপের খোঁজে মেয়রের ঘরে চিড়িয়াখানার কর্মীরা।
আর জি কর হাসপাতাল থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে একাধিক গাছ। সুপারের অফিসের সামনে থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে আশি বছরের পুরনো গাছ। হাসপাতাল কর্তৃপক্ষর নজরদারি ঘিরে প্রশ্ন। কার অনুমতিতে এবং কী প্রয়োজনে গাছ কেটে ফেলা হল, প্রশ্ন চিকিৎসকদের।
আর জি কর হাসপাতালের নিউ সার্জারি ওটি-র ফলস সিলিং ভেঙে বিপত্তি। ফলস সিলিং ভেঙে পড়ায় অপারেশনের কাজ ব্যাহত। গত কয়েক মাস ধরে ফলস সিলিংয়ের অবস্থা খারাপ ছিল, অভিযোগ জুনিয়র চিকিৎসকদের
প্রেক্ষাপট
কলকাতা: যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার, সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী। এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে, মুম্বই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেফতার করে চারু মার্কেট থানার পুলিশ। বুধবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে, তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক সঞ্জয় চক্রবর্তীকে ১৮ নভেম্বর অবধি পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
অন্যদিকে, ট্যাব কেলেঙ্কারিতে এবার নাম জড়াল তৃণমূল নেতার ছেলের। মালদার বৈষ্ণবনগরে ধৃত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক ৩ নম্বরে তৃণমূল SC সেলের ব্লক সভাপতি। তৃণমূল নেতার ছেলের সাইবার ক্যাফে থেকে বাজেয়াপ্ত পেন ড্রাইভ, ল্যাপটপ, হার্ড ডিস্ক। মিলেছে তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে রাবার স্ট্যাম্পও। যদিও ছেলের সঙ্গে ট্যাব কেলেঙ্কারির যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল নেতা।
ছক কষেই জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি! সাইবার ক্যাফের আড়ালেই ট্যাবের টাকা হাতানোর ছক! মালদা থেকে গ্রেফতার ৫ জনেরই রয়েছে সাইবার ক্যাফে। মাস্টারমাইন্ড রকি শেখ ভগবানপুরের একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক। হাসান শেখ ও শ্রবন সরকার কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছিল রকির কাছে: সূত্র। ট্যাব-প্রতারণাকাণ্ডে মালদা জেলায় ৫টি FIR দায়ের হয়েছে। ফ্রিজ করা হয়েছে ১৮১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ট্যাব-প্রতারণা চক্রের নাগাল পেতে SIT গঠন করেছে মালদা জেলা পুলিশ।
এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। খড়ার শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের একাদশ-দ্বাদশ শ্রেণির ২৫৯ জন পড়ুয়ার মধ্যে ৪৬ জনের ট্যাবের টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, এর মধ্যে ২২ জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। চারজনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাঙ্কের সঙ্গে কথা বলে বাকি ২০ জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ টাকাই গেছে উত্তর দিনাজপুর, মালদা, শিলিগুড়িতে। সাইবার ক্রাইম ও বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ।
এবার হাওড়াতেও ট্যাব-কেলেঙ্কারি। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাননি জেলার ২৮টি স্কুলের ১২০ জন পড়ুয়া। হাওড়া সিটি ও গ্রামীন পুলিশে একাধিক অভিযোগ দায়ের। কোন অ্যাকাউন্টে, কী ভাবে টাকা ঢুকল, খতিয়ে দেখছে পুলিশ।
ট্যাব কেলেঙ্কারির ঘটনায় কলকাতায় বাড়ছে অভিযোগের সংখ্যা। এবার গলফগ্রিন ও জোড়াসাঁকো থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। ট্যাব কেলেঙ্কারির তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। জোড়াসাঁকো থানা এলাকায় ৪০ জনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। গলফগ্রিন থানা এলাকায় চারজন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। এর আগে বেহালার সরশুনা, ঠাকুরপুকুরে ট্যাব প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। কসবা, যাদবপুর, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, জোড়াবাগান, ভবানীপুরে অভিযোগ দায়ের হয়। কলকাতায় এখনও পর্যন্ত ১১টি থানায় ১০৫ জন পড়ুয়ার ট্যাব-প্রতারণার অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন: Deepika-Ranveer: বিবাহের ৬ বছর পার, কোন ঘটনায় দীপিকার প্রেমে পড়েছিলেন রণবীর?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -