West Bengal News Live: ভোটের মুখে আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা

WB News Live Updates: এক জেলা থেকে আরেক জেলা, রাজ্যেপ গুরুত্বপূর্ণ সব খবরের লাইভ আপডেট।

ABP Ananda Last Updated: 21 Mar 2024 11:32 PM
Lok Sabha Poll 2024:সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ

সোনা চোরাচালানের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে ৯.৭ লক্ষ টাকা মূল্যের রুপোর অলঙ্কার-সহ আটক এক পাচারকারী।

Lok Sabha Election 2024:বিহার থেকে ক্রমশ বাংলায় সক্রিয় হচ্ছে জাল লটারি চক্র।

বিহার থেকে ক্রমশ বাংলায় সক্রিয় হচ্ছে জাল লটারি চক্র। এর আগেই লটারি দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। ডিয়ার লটারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার ডিয়ার লটারির জাল টিকিট বিক্রির অভিযোগ। সেই জাল লটারির প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো আইসি। নতুন আইসি দায়িত্ব পেতেই গ্রেপ্তার ৫। 

Lok Sabha Poll 2024:আজ থেকেই রাজনীতির ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

আজ থেকেই রাজনীতির ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অধীর-গড়ে প্রচার শুরু প্রাক্তন ক্রিকেট তারকার।

Lok Sabha Election 2024:মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে ম্যারাথন আয়কর-অভিযান

মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে ম্যারাথন আয়কর-অভিযান। যে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান, সেই অভিযোগ সংক্রান্ত তথ্য মেলেনি, খবর সূত্রের

Lok Sabha Poll 2024:সিএএ-এনআরসি আতঙ্কে সুভাষগ্রামে আত্মঘাতী যুবক?

সিএএ-এনআরসি আতঙ্কে সুভাষগ্রামে আত্মঘাতী যুবক? সুভাষগ্রামে নেতাজিনগরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। সিএএ-এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ

Lok Sabha Election 2024:মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে ম্যারাথন আয়কর-অভিযান

মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে ম্যারাথন আয়কর-অভিযান। যে আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান, সেই অভিযোগ সংক্রান্ত তথ্য মেলেনি, খবর সূত্রের। মেলেনি কোনও নথি বা টাকাপয়সা, খবর আয়কর দফতর সূত্রে। তল্লাশিতে একাধিক মোবাইল ফোন উদ্ধার, খতিয়ে দেখা হচ্ছে সেগুলি। 

Lok Sabha Poll 2024:আজ থেকেই রাজনীতির ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

আজ থেকেই রাজনীতির ময়দানে নামলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অধীর-গড়ে প্রচার শুরু প্রাক্তন ক্রিকেট তারকার।

Lok Sabha Election 2024: পদত্যাগ করে আরও এক আইপিএস রাজনীতিতে? ভোটের মুখে আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা

পদত্যাগ করে আরও এক আইপিএস রাজনীতিতে? ভোটের মুখে আচমকা আইপিএস দেবাশিস ধরের ইস্তফা। ২০২১ ভোটের সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর

Lok Sabha Poll 2024:গার্ডেনরিচের ধ্বংসস্তূপের নীচে আরও একজনের আটকে থাকার আশঙ্কা, আজ ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম

গার্ডেনরিচের ধ্বংসস্তূপের নীচে আরও একজনের আটকে থাকার আশঙ্কা। আজ ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। 

Lok Sabha Election 2024: প্ররোচনা দেওয়া অভিযোগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। মন্তব্য বিজেপি নেতা প্রণয় রায়ের। 

প্ররোচনা দেওয়া অভিযোগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। মন্তব্য বিজেপি নেতা প্রণয় রায়ের। 

Lok Sabha Poll 2024:ভোটের আগে যতকাণ্ড দিনহাটায়, এবার উদয়নের প্রচারে 'বাধা'!

ভোটের আগে যতকাণ্ড দিনহাটায়, এবার উদয়নের প্রচারে 'বাধা'! নিশীথ-উদয়ন সম্মুখসমরের পর এবার তৃণমূলের প্রচারে 'বাধা'! ভেটাগুড়িতে বিজেপির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের। 
মঙ্গলবার তৃণমূলের হাতে আক্রান্ত এসডিপিও-র সঙ্গেই তৃণমূলের বচসা!

Lok Sabha Election 2024: লোকসভা ভোটের আগে চার জেলায় জেলাশাসক বদল করল নির্বাচন কমিশন

রাজ্য পুলিশের DG-র পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর এবার লোকসভা ভোটের আগে চার জেলায় জেলাশাসক বদল করল নির্বাচন কমিশন। জেলাশাসক পদে রদবদল হল পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম জেলায়। গুজরাত, পাঞ্জাব, ওড়িশাতেও জেলাশাসক, পুলিশ সুপার বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তনভির আফজল, ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন সুনীল আগরওয়াল, পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধান রায় এবং বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দুকুমার মাজি।

Lok Sabha Poll 2024: 'আমি কী করে বলব, কী করে হল!'দায় এড়িয়ে দাবি মেয়র ফিরহাদ হাকিমের

গার্ডেনরিচে একের পর এক বেআইনি নির্মাণ, কিছু জানত না পুরসভা! গার্ডেনরিচে ২ বহুতলের মাঝের ৫ ফুট জায়গাতেই ৫ তলা বহুতল!  'আমি কী করে বলব, কী করে হল!'দায় এড়িয়ে দাবি মেয়র ফিরহাদ হাকিমের

Lok Sabha Election 2024: হাইকোর্টে স্বস্তি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর

হাইকোর্টে স্বস্তি কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর। আদালতের চাপের মুখে বাধ্য হয়ে মামলা প্রত্যাহার করলেন আইনজীবী।

Lok Sabha Poll 2024: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ইউটার্ন

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ইউটার্ন। 'কে কোথায় প্রার্থী হবেন, ঠিক করার দায়িত্ব রাজ্য নেতৃত্বের, অধীর চৌধুরীর বিরুদ্ধে আলোচনা না করে প্রার্থী করায় অভিমান হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাল আলোচনা হয়েছে, অভিষেকের নির্দেশ মেনে নিয়েছি', মন্তব্য হুমায়ুন কবীরের।

Lok Sabha Election 2024: আজ থেকেই রাজনীতির ময়দানে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

আজ থেকেই রাজনীতির ময়দানে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। শ্রীলঙ্কায় ক্রিকেট টুর্নামেন্ট সেরে গতকালই কলকাতায় পৌঁছন ইউসুফ পাঠান। আজ সকালে সড়কপথে বহরমপুরে যান তিনি। 

Kolkata building Collapse: প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না: কলকাতা হাইকোর্ট

গার্ডেনরিচে বহুতল বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। প্রশাসনের নজর এড়িয়ে এই বহুতল গড়ে উঠেছে বলে মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। 'যে আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হচ্ছে তাঁকে সরকার তদন্ত রিপোর্ট দিতে বলেছে? সেটা কীভাবে সম্ভব?' প্রশ্ন প্রধান বিচারপতির।


 

WB News Live: ফের প্রচারে গিয়ে পুরস্কারের 'টোপ' ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের

ফের প্রচারে গিয়ে পুরস্কারের 'টোপ' পার্থ ভৌমিকের। 'যে পঞ্চায়েত আগামী ভোটে বেশি লিড দেবে, সেখানে আবাসের টাকা ডিসেম্বরের মধ্যে', গতকাল নৈহাটিতে মন্তব্য পার্থ ভৌমিকের। গতকাল সেই বক্তৃতার ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

West Bengal News Live: সন্দেশখালিকাণ্ডে মিনাখাঁয় সিবিআইয়ের টিম, ইটভাটা এলাকায় খোঁজ

সন্দেশখালিকাণ্ডে মিনাখাঁয় সিবিআইয়ের টিম। সন্দেশখালিকাণ্ডে মিনাখাঁর ইটভাটা এলাকায় সিবিআই। রাজ্য পুলিশের হাতে ধৃত আইজুলের ইটভাটার বাড়িতে সিবিআই। রাজ্য পুলিশের হাতে ধৃত আলি হুসেন ঘরামির মিনাখাঁর বাড়িতেও সিবিআই। গতকাল এসডিপিও আমিনুল ইসলামের বাড়িতে গিয়েছিল সিবিআই।

WB News Live: ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি, কী বললেন মেয়র?

গার্ডেনরিচের আজহার মোল্লাবাগানে ৫ ফুটের উপর ৫ তলা বাড়ি! পুরসভার নজর এড়িয়ে কীভাবে অবৈধ নির্মাণ? 'আমি কী করে বলব, কী করে হল!'
দায় এড়িয়ে ফের মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। 'যে যা বলুক, এটা নিয়ে আর কিছু বলব না। মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ', ডেপুটি মেয়র অতীন ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের

West Bengal News Live: গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ কলকাতা পুলিশের

গার্ডেনরিচে বহুতল-বিপর্যয়ে এবার ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করল কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন ইমারতি দ্রব্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে ন্যাশনাল টেস্টিং সেন্টারে। খতিয়ে দেখা হবে, কী গুণমানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছিল। গার্ডেনরিচের পাহাড়পুরে ভেঙে পড়া বহুতলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এদিন ফের ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকালই উদ্ধারকাজ শেষ করেছে NDRF। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও কলকাতা পুরসভা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে। 

ED Raid: লোকসভা ভোটের মুখে ফের কলকাতায় ইডি-র তৎপরতা

লোকসভা ভোটের মুখে ফের কলকাতায় ইডি-র তৎপরতা। সকাল ৭টা থেকে বালিগঞ্জে ব্যবসায়ী মহেশ কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি। পার্ক স্ট্রিটে ব্যবসায়ীর অফিসেও চলছে তল্লাশি। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান, খবর ইডি সূত্রে। সিঙ্গাপুর, দুবাই-সহ বিভিন্ন দেশে টাকা পাচার হয়েছে বলে অনুমান ইডি-র।

WB News Live: অশোকনগরে তৃণমূলের নেতা খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

অশোকনগরের গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। ভোররাতে বাংলাদেশ পালানোর আগে অভিযুক্ত গৌতম দাস বসিরহাট থেকে গ্রেফতার জন্মদিনের পার্টিতে তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে গুলি করে খুনে অভিযুক্ত ছিল এই গৌতম দাস
এই ঘটনায় এর আগে তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। আজ ধৃত গৌতম দাসকে বারাসাত আদালতে পেশ করা হবে।

Election Commission: ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর এবার জেলাশাসক বদল কমিশনের

ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের পর এবার জেলাশাসক বদল কমিশনের। ভোটের আগে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসক বদল। গুজরাত, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএম, এসপি বদলের নির্দেশ নির্বাচন কমিশনের।

Lok Sabha Election 2024: স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে এখনও চলছে আয়কর-তল্লাশি

২৪ ঘণ্টা পার, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে এখনও চলছে আয়কর-তল্লাশি। যে আর্থিক অনিয়মের অভিযোগকে সামনে রেখে এই অভিযান, সেই সংক্রান্ত কোনও তথ্য , নথি বা টাকাপয়সা এখনও মেলেনি, খবর সূত্রের। তল্লাশিতে মেলা একাধিক মোবাইল ফোন পাওয়া গেছে, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। দুটি রিয়েল এস্টেট সংস্থায় এখনও তল্লাশি চলছে, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে, খবর সূত্রের।

Lok Sabha Poll 2024: সাতসকালে জনসংযোগ দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শা হালিমের

লোকসভা ভোটের আগে সাতসকালে জনসংযোগে নেমেছেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম। কসবার নবপল্লি এলাকা থেকে EM বাইপাসের ধারে উত্তর পঞ্চান্নগ্রাম পর্যন্ত সকালে হয় প্রচার। হুডখোলা গাড়িতে সওয়ার সিপিএম প্রার্থী। লাল পতাকা, বেলুন নিয়ে প্রচারে সামিল হন সিপিএমের কর্মী, সমর্থকরা। 

Adhir Chowdhury: প্রাথমিকভাবে বাংলায় ৭টি লোকসভা আসনে লড়াই করবে কংগ্রেস

প্রাথমিকভাবে বাংলায় ৭টি লোকসভা আসনে কংগ্রেসের লড়ার কথা জানালেন অধীর চৌধুরী। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী মুর্তজা হোসেন। জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন অধীর চৌধুরী যে ৭টি আসনে কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন, বামেদের প্রথম দফায় ঘোষণা করা তালিকায় সেগুলি নেই। 

Adhir Chowdhury: প্রাথমিকভাবে বাংলায় ৭টি লোকসভা আসনে লড়াই করবে কংগ্রেস

প্রাথমিকভাবে বাংলায় ৭টি লোকসভা আসনে কংগ্রেসের লড়ার কথা জানালেন অধীর চৌধুরী। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী মুর্তজা হোসেন। জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন অধীর চৌধুরী যে ৭টি আসনে কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন, বামেদের প্রথম দফায় ঘোষণা করা তালিকায় সেগুলি নেই। 

Lok Sabha Poll 2024: টিকিট না পাওয়ায় এবার মুখ খুললেন মৌসম বেনজির নুর

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, শান্তনু সেন, হুমায়ুন কবীর, মৌসম বেনজির নুর। লোকসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলে ক্ষুব্ধ, অভিমানী মুখের সংখ্যা বাড়ছে। টিকিট না পাওয়ায় এবার মুখ খুললেন মৌসম বেনজির নুর। মালদা উত্তরের দু’বারের প্রাক্তন সাংসদ বললেন, টিকিট-প্রত্যাশী ছিলেন, ভোটে জয় নিয়েও আশাবাদী ছিলেন।  ১৯-এর লোকসভা ভোটে একই পরিবার থেকে ২ জন প্রার্থী হওয়ায়, ভোট ভাগাভাগিতে হেরে যান বলে দাবি মৌসমের।

Lok Sabha Election 2024: ভোটারদের 'শাসালেন' বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী

'ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না।' প্রচারে বেরিয়ে এভাবেই ভোটারদের শাসালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। মিডিয়ার সামনে তাঁর সাফ কথা, 'তৃণমূল লিড না পেলে, আর কেউ কথা শুনতে আসবে না।' তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি।

SSC Scam: শেষ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, স্থগিত রায়দান

শেষ হল এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। স্থগিত রাখা হল রায়দান। প্রায় সাড়ে ৩ মাস ধরে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে চলল শুনানি পর্ব। এই নিয়োগপ্রক্রিয়া থেকে ভাল কিছু খুঁজে পাওয়া কঠিন, মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক। 

Sandeshkhali Incident: ফের উত্তপ্ত সন্দেশখালি, এবার ইট চুরির অভিযোগ

ফের উত্তপ্ত সন্দেশখালি। এবার তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরকারি প্রকল্পের ইট চুরির চেষ্টার অভিযোগ ঘিরে তুলকালাম বাধল। অঞ্চল সভাপতি ও ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। যদিও পুলিশের দাবি, কালভার্ট তৈরির জন্য ওই ইট অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিয়ে শুরু হয়েছে তরজা। 

Kolkata Building Collapse: বেআইনি নির্মাণের ক্ষেত্রে IPC-র ধারায় মামলা দেওয়া যায় কিনা দেখতে, শুক্রবার বৈঠক ডেকেছেন মেয়র

গার্ডেনরিচকাণ্ডের পর একটাই অভিযোগ বারবার উঠে আসছে, বেআইনি নির্মাণ! ১৯৮০ সালে তৈরি KMC অ্যাক্টে এ নিয়ে কী নিয়ম রয়েছে? বেআইনি নির্মাণের ক্ষেত্রে IPC-র ধারায় মামলা দেওয়া হয় না বলেই, এই কারবারে রাশ টানা যায় না। বেআইনি নির্মাণের ক্ষেত্রে IPC-র ধারায় মামলা দেওয়া যায় কিনা দেখতে, শুক্রবার বৈঠক ডেকেছেন মেয়র ফিরহাদ হাকিম। যেখানে থাকবেন উচ্চপদস্থ পুলিশকর্তা এবং বিশিষ্ট আইনজীবীরা। প্রশ্ন উঠতে শুরু করেছে রেগুলারাইজেশন ব্য়বস্থা নিয়েও। নির্মাণের অনুমতি নিয়ে যত তলা বাড়ি তৈরির অনুমতি ছিল, তার উপরে আরও তল তৈরি করে পুরসভাকে দিয়ে রেগুলারাইজেশন করিয়ে অর্থাৎ আর্থিক জরিমানা দিয়ে নির্মাণটিকে বৈধ করে নেওয়ার পদ্ধতিতে উঠছে প্রশ্ন। এই চক্রের মধ্যেই কি লুকিয়ে ঘুঘুর বাসা? দুর্নীতিচক্রের গোটা র‍্যাকেটটাই কি লুকিয়ে পুরসভার অন্দরে? এবার বেআইনি নির্মাণের ক্ষেত্রে আইপিসি-র ধারা যোগ করার সংস্থান তৈরি হলে কি এই প্রবণতায় রাশ টানা যাবে?

Abhishek Banerjee: সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথম বসিরহাটে অভিষেক, সেখান থেকেও তোপ দাগলেন বিরোধীদের

সন্দেশখালিকাণ্ডের পর এই প্রথম বসিরহাটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে দাঁড়িয়েও বিরোধীদের সন্দেশখালি যাওয়ার পিছনে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি। তুললেন শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গ। একহাত নিলেন ইডি, সিবিআইকেও। যেখানে দাঁড়িয়ে এগুলো বলেছেন, সেখানে জিততে পারবে না তৃণমূল। পাল্টা আক্রমণ করে মন্তব্য বিজেপি নেতৃত্বের। 

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার মিনাঁখার SDPO-র বাড়িতে গেল CBI

সন্দেশখালিকাণ্ডের তদন্তে এবার মিনাঁখার SDPO-র বাড়িতে গেল CBI. সূত্রের খবর, এদিন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকে নোটিস দিয়ে বেশ কিছু সিসিটিভি ফুটেজ চাওয়া হয়।প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সেখানে ছিলেন CBI আধিকারিকরা।

Abhishek Banerjee: বাংলায় সাত দফা ভোট নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলায় সাত দফা ভোট নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানলেন তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্রের উদাহরণ। বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগও করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। 

Firhad Hakim: গার্ডেনরিচকাণ্ডে দলেই চাপে ফিরহাদ হাকিম?

গার্ডেনরিচকাণ্ডে দলেই চাপে ববি? দায় নিয়ে অতীনের কটাক্ষ, সমর্থন কুণালের। আজকের শামস ভবিষ্যতের ববি। পুরনো মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে শুভেন্দু।

Firhad Hakim: গার্ডেনরিচকাণ্ডে দলেই চাপে ফিরহাদ হাকিম?

গার্ডেনরিচকাণ্ডে দলেই চাপে ববি? দায় নিয়ে অতীনের কটাক্ষ, সমর্থন কুণালের। আজকের শামস ভবিষ্যতের ববি। পুরনো মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে শুভেন্দু।

Bidhannagar Municipality: বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান

Bidhannagar Municipality: কলকাতার ডেপুটি মেয়রের পর এবার বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান। সল্টলেকে বেআইনি নির্মাণের রমরমা, পুরমন্ত্রী আর মেয়রকে জানিয়েও লাভ হয়নি বলে জানালেন সব্যসাচী দত্ত।

প্রেক্ষাপট

Garden Reach Building Collapse: গার্ডেনরিচ জুড়ে মৃত্যুফাঁদ, আজহার মোল্লা বাগানে ২ বহুতলের মাঝে প্রায় ৫ ফুটের মধ্যেই আরেক বহুতল! একের পর এক বেআইনি নির্মাণ, দেখেও দেখে না পুরসভা


Bidhannagar Municipality: কলকাতার ডেপুটি মেয়রের পর এবার বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক বিধাননগরের চেয়ারম্যান। সল্টলেকে বেআইনি নির্মাণের রমরমা, পুরমন্ত্রী আর মেয়রকে জানিয়েও লাভ হয়নি বলে জানালেন সব্যসাচী দত্ত।


Firhad Hakim: গার্ডেনরিচকাণ্ডে দলেই চাপে ববি? দায় নিয়ে অতীনের কটাক্ষ, সমর্থন কুণালের। আজকের শামস ভবিষ্যতের ববি। পুরনো মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণে শুভেন্দু।


Kolkata Building Collapase: অবৈধ নির্মাণের আঁতুড়ঘর গার্ডেনরিচ? মানলেন খোদ তৃণমূলেরই বরো চেয়ারম্যান। '১০০টার মধ্যে ১০টাই অবৈধ। ৯০ শতাংশ প্রোমোটারই চোর-ডাকাত-পকেটমার', তোপ বরো চেয়ারম্যানের।


KMC: কাউন্সিলরকে আড়াল, মেয়রের নিশানায় শুধু পুর-আধিকারিকরাই! অপদার্থ, নয়তো চোর বলে পুরসভার বৈঠকে দাঁড় করিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমক।


High Court on Building Collapse: গার্ডেনরিচে মৃত্যুমিছিল। বেআইনি নির্মাণ বন্ধে কড়া হাইকোর্ট। চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত. জড়িতদের দিতে হবে ভাল শিক্ষা, হুঁশিয়ারি বিচারপতি সিন্হার। 


Sheih Shajahan Case: জালে শাহজাহান-বাহিনী। সন্দেশখালিতে ইডির উপর হামলায় এবার সিবিআই-নজরে মিনাখাঁর এসডিপিও। বাড়িতে নোটিস। হওয়ারই ছিল, খোঁচা শুভেন্দুর। 


Abhishek Banerjee: সন্দেশখালি নিয়ে বিরোধীদের আক্রমণে অভিষেক। বসিরহাটে গিয়ে শুধুই রাজনীতির অভিযোগ। 'শেখ শাহজাহানকে ইডি-সিবিআই ধরেনি, মমতার পুলিশ গ্রেফতার করেছে', বললেন অভিষেক


Supreme Court on Abhishek: লোকসভা ভোটের সময় আর দিল্লিতে অভিষেককে সমন নয়। ১০ জুলাই পর্যন্ত দিল্লি-তলবে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এজেন্সির হেনস্থা পরিষ্কার, দাবি তৃণমূলের। 


IT Raid: আয়কর নজরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। নিউ আলিপুরে ফ্ল্যাট থেকে তৃণমূলের ওয়ার্ড অফিসে তল্লাশি। ২টি রিয়েল এস্টেট সংস্থার অফিসেও অভিযান। 


Recruitment Scam: এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভাল কিছু খুঁজে পাওয়া কঠিন। অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়াই উচিত। শুনানি শেষে পর্যবেক্ষণ বিশেষ বেঞ্চের। রায়দান স্থগিত। 


CV Ananda Bose at Dinhata: দিনহাটাকাণ্ডে কমিশনের কাছে জেলা শাসকের রিপোর্ট। দিনহাটা গিয়ে খোঁজ নিলেন রাজ্যপাল। পুলিশের রিপোর্ট তলব। সময়ের আগেই বনধ তুলল তৃণমূল। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.